ফুটবলার হিসেবে প্রথম বিলিয়নার রোনালদো
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৫ জুন ২০২০, ০৬:৩৯ PM , আপডেট: ০৫ জুন ২০২০, ০৬:৩৯ PM
ক্রিস্টিয়ানো রোনালদো। ফুটবল মাঠে একের পর এক গড়ে চলেছেন অনেক রেকর্ড। এবার মাঠের বাইরে দারুণ এক কীর্তি গড়লেন পর্তুগিজ এই সুপারস্টার। প্রথম ফুটবলার হিসেবে শত কোটি ডলারের মালিক হয়েছেন তিনি।
আজ শুক্রবার (৫ জুন) ২০২০ সালে বিশ্বের সর্বোচ্চ উপার্জনকারী ১০০ জন তারকার তালিকা প্রকাশ করেছে ফোর্বস সাময়িকী। করসহ মোট সাড়ে ১০ কোটি ডলার আয় করে চতুর্থ স্থানে আছেন রোনালদো।
এর মধ্য দিয়ে ইউভেন্তুসের এই তারকা ফরোয়ার্ডের খেলোয়াড়ি জীবনের আয় ছুঁয়েছে একশ কোটি ডলার। বর্তমানে খেলা মাত্র তৃতীয় অ্যাথলেট হিসেবে এই কীর্তি গড়লেন তিনি। এর আগে ২০০৯ সালে গলফ কিংবদন্তি টাইগার উডস ও ২০১৭ সালে বক্সার ফ্লয়েড মেওয়েদার এই অর্জনে নাম লেখান।
গত বছর ১০ কোটি ৪০ লাখ ডলার আয় করে তালিকার পঞ্চম স্থানে আছেন সময়ের আরেক সেরা ফুটবলার লিওনেল মেসি।