তিন দাবিতে লং মার্চ নিয়ে সচিবালয়ের পথে জুলাই আহত ও শহীদ পরিবারের সদস্যরা

 জুলাই আহত ও শহীদ পরিবারের সচিবালয় অভিমুখে যাত্রা
জুলাই আহত ও শহীদ পরিবারের সচিবালয় অভিমুখে যাত্রা  © টিডিসি

তিন দফা দাবিতে সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করেছে জুলাই আহত ও শহীদ পরিবারের সদস্যরা। বুধবার (২৮ মে) বেলা ১২ টার দিকে জাতীয় জাদুঘরের সামনে থেকে তারা এ যাত্রা শুরু করেছেন।

জানা গেছে, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের আহত ও শহীদদের এমআইএস সরকারি রেজিস্ট্রেশন, ভাতা এবং গেজেটে অন্তর্ভুক্তির দাবিতে জাতীয় জাদুঘরের সামনে বেলা পৌনে ১১টার দিকে মানববন্ধন করেছেন তারা।  এরপর তারা  সেখান থেকে  সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করেছেন। 


সর্বশেষ সংবাদ