রেশন-ভাতার দাবিতে সচিবালয়ে কর্মরত চাকরিজীবীদের বিক্ষোভ

রেশন-ভাতার দাবিতে বিক্ষোভ করছেন বাংলাদেশ সচিবালয়ে কর্মরত চাকরিজীবীরি। সোমবার (১৯ মে) দুপুর আড়াইটায় সচিবালয়ের ১১ নম্বর (অর্থ মন্ত্রণালয়ের নতুন বিল্ডিং) ভবনের নিচে বিক্ষোভ শুরু করেন তারা।
সরেজমিনে ১১ নম্বর ভবনের নিচে গিয়ে দেখা যায়, সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয়ে কর্মরত প্রায় শতাধিক কর্মকর্তা-কর্মচারী জড়ো হয়ে বিক্ষোভ করছেন। এ সময় তারা 'সচিবালয়ে রেশন-ভাতা দিতে হবে', 'আমাদের দাবি মানতে হবে' ইত্যাদি স্লোগান দেন।
বিক্ষোভে অংশ নেওয়া সোহাগ নামে এক কর্মচারী জানান, 'সরকারি সব সংস্থায় কর্মরতদের রেশন দেওয়া হয়। সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গায় থাকার পরও আমাদের কোনো রেশন ভাতা দেওয়া হয় না। আমাদের রেশন-ভাতা চালু করতে হবে।'