মার্চ ফর গাজায় অংশ নিচ্ছে যেসব রাজনৈতিক দল 

১২ এপ্রিল ২০২৫, ১০:২৯ AM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:৩৯ AM

© সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার বিরুদ্ধে আজ শনিবার (১২ এপ্রিল) রাজধানী ঢাকায় ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি পালন করা হবে। কর্মসূচির প্রস্তুতি হিসেবে সোহরাওয়ার্দী উদ্যানে শেষ হয়েছে মঞ্চ তৈরির কাজ। এতে বিভিন্ন রাজনৈতিক দলও অংশ নেবে বলে জানা গেছে।

আয়োজকরা জানান, নিরীহ ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়াতে বিশ্ববাসীকে সোচ্চার করার উদ্দেশ্যেই এমন কার্যক্রম বলে জানান আয়োজকরা৷ তাদের দাবি সারা দেশ থেকে কয়েক লাখ মানুষ অংশ নেবে এ প্রতিবাদ কর্মসূচিতে৷

বেলা ২টার দিকে নগরীর বিভিন্ন পয়েন্ট থেকে শুরু হয়ে প্রতিবাদ র‌্যালি আসবে সোহরাওয়ার্দী উদ্যানে। র‌্যালি পরবর্তী সভায় একই মঞ্চে দেখা যাবে দেশের রাজনৈতিক ও সামাজিকসহ বিভিন্ন অঙ্গনের শীর্ষ নেতৃবৃন্দের। সভাস্থলে নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা-ব্যবস্থা। 

জানা গেছে, এ কর্মসূচিতে অংশ নিচ্ছে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবি পার্টি, হেফাজতে ইসলাম ও খেলাফত মজলিশসহ বিভিন্ন রাজনৈতিক দল। 

রাজনৈতিক-অরাজনৈতিক সংগঠনের পাশাপাশি বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্ব। যেমন: বায়তুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেক, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, শায়খ মিজানুর রহমান আজহারি, মাহমুদুল হাসান সোহাগ, আয়মান সাদিক, আরজে কিবরিয়া, লতিফুল ইসলাম শিবলীসহ বিভিন্ন সেক্টরের সেলিব্রেটিরা।’

এছাড়াও জাতীয় দলের ক্রিকেটার, অভিনেতা, তাবলিগ জামাত, আহলে হাদিস, হাইয়াতুল উলইয়া, বেফাকুল মাদারিস, দারুন্নাজাত মাদ্রাসা, খেলাফত আন্দোলনের মতো অনেক সংগঠন থাকছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। 

সিলেটে এম এ জি ওসমানীর কবর জিয়ারত করলেন তারেক রহমান
  • ২২ জানুয়ারি ২০২৬
বিকাশ নম্বর সংগ্রহের অভিযোগ, বিএনপি-জামায়াত নেতাকর্মীদের বা…
  • ২২ জানুয়ারি ২০২৬
ক্রিকেটারদের সঙ্গে বসবেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল
  • ২২ জানুয়ারি ২০২৬
রাজধানীতে স্কুলে শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল
  • ২২ জানুয়ারি ২০২৬
আইসিসির সঙ্গে কী কথা হয়েছিল বিসিবি সভাপতি বুলবুলের?
  • ২২ জানুয়ারি ২০২৬
বিড়ি খাওয়ার বক্তব্য দেওয়ায় জামায়াতের ২ কোটির মার্কেটিং হয়…
  • ২২ জানুয়ারি ২০২৬