রেস্টুরেন্টের পরোটায় মিলল সাপের খোলস!
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১০ মে ২০২২, ০৯:৫৮ AM , আপডেট: ১০ মে ২০২২, ০৯:৫৮ AM
রেস্টুরেন্টে খাবারের অর্ডার করেছেন মা-মেয়ে। পরোটা অর্ডার করেছেন তারা। এজন্য ছিলেন অপেক্ষায়। কিছুক্ষণ পরেই খাবার আসলো। তবে খাবার দেখেই কিছুটা চমকে উঠেন মা-মেয়ে। খাবারের প্যাকেট খুলে দেখেন পরোটার সঙ্গে রয়েছে সাপের খোলস। এতেই ঘটে মূল বিপত্তি।
সম্প্রতি ভারতের কেরালার তিরুবন্তপুরমে এ ঘটনা ঘটেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় বাসিন্দা প্রিয়া স্থানীয় একটি রেস্টুরেন্টে যান। সেখানে দুইটি পরোটা অর্ডার করেন তিনি। খাবার আসার পর প্রথমে মেয়েকে খেতে দেন তিনি। খাওয়া শেষ হলে খেতে বসেন প্রিয়া।
প্রতিবেদনে আরও বলা হয়, পরোটাটি কাগজ দিয়ে মোড়ানো ছিল। কাগজ খুলেই দেখা যায়, কাগজের মধ্যে আধা আঙুল লম্বা সাপের খোলস। এর কিছু অংশ পরোটাতেও লেগে রয়েছে।
আরও পড়ুন : পিস্তল ঠেকিয়ে কলেজছাত্রীকে তুলে নিল দুর্বৃত্তরা
এ ঘটনায় পুলিশে অভিযোগ করেন তিনি। পুলিশ বিষয়টি খাদ্য সুরক্ষা দপ্তরকে জানায়। এ ঘটনায় খাদ্য সুরক্ষা দপ্তরের কর্মকর্তারা পরিদর্শনে রেস্টুরেন্টটিতে অপরিচ্ছন্ন পরিবেশ পায়। পরে রেস্টুরেন্টটির লাইসেন্স বাতিল ও মালিককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
খাদ্য সুরক্ষা দপ্তরের কর্মকর্তা আরশিথা বসির বরাতে এনডিটিভি জানিয়েছে, প্রাথমিক তদন্তে জানা গেছে পরোটা মুড়ে রাখার কাগজেই সাপের খোলস ছিল। খাবারও সেই খোলসের সংস্পর্শে এসেছে। রেস্টুরেন্টের বাহিরে আবর্জনার স্তূপ করে রাখা রয়েছে। অপরিচ্ছন্ন জায়গায় রান্না করা হচ্ছিল।