রাশিয়ার হামলায় ইউক্রেনে ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু

শেখারাপ্পা জ্ঞানগউধর নবীন
শেখারাপ্পা জ্ঞানগউধর নবীন  © সংগৃহীত

ইউক্রেনে রাশিয়ার হামলায় এই প্রথম এক ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ মার্চ) ইউক্রেনের খারকিভে বোমা বিস্ফোরণের ফলে তার মৃত্যু হয়।

ওই শিক্ষার্থীর নাম শেখারাপ্পা জ্ঞানগউধর নবীন। তিনি স্থানীয় একটি মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন।নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে দোকানের লাইনে দাঁড়িয়ে ছিলেন নবীন। সেই মুহূর্তেই ওই জায়গায় আছড়ে পড়ে রুশ বোমা। এর ফলেই তাঁর মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী। এক টুইট বার্তায় তিনি বলেন, গভীর দুঃখের সাথে আমরা নিশ্চিত করছি যে, আজ (মঙ্গলবার) সকালে খারকিভে গোলাগুলিতে একজন ভারতীয় ছাত্র প্রাণ হারিয়েছে।

আরও পড়ুন: সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে আইনি নোটিশ— যা বলছে স্বাস্থ্য অধিদপ্তর

তিনি আরও বলেন, মন্ত্রণালয় তার পরিবারের সঙ্গে যোগাযোগ করছে। আমরা নিহতের পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা জানাই।

এদিকে ভারতীয়দের ইতিমধ্যেই সুরক্ষিত ভাবে ইউক্রেন থেকে বাইরে বের করে আনার দাবি জানিয়েছে ভারত। ভারতের তরফ থেকে ইউক্রেনের বিদেশ মন্ত্রকের সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে। ইউক্রেনে এখনও আটকে প্রায় হাজারের বেশি ভারতীয় পড়ুয়া। পড়ুয়াদের পরিবারের সদস্যরাও এই পরিস্থিতিতে যথেষ্ট দুশ্চিন্তা প্রকাশ করেছেন।

সূত্র: আনন্দবাজার


সর্বশেষ সংবাদ