২৯০ হাফেজকে সংবর্ধনা দিলো তুরস্ক
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৮ নভেম্বর ২০২১, ১০:২৫ AM , আপডেট: ০৮ নভেম্বর ২০২১, ১০:২৫ AM
সম্প্রতি তুরস্কের পূর্বাঞ্চলীয় প্রদেশ মালাতিয়ায় ২৯০ জন শিশু ও কিশোর-কিশোরী পবিত্র কোরআনের হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছে। তাদের সংবর্ধনা দিতে রবিবার (৭ নভেম্বর) মালাতিয়ায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তুর্কি নিউজ এজেন্সি টিআর জানিয়েছে, দেশটির ধর্ম বিষয়ক সহকারী উপদেষ্টা ইবরাহিম হিলমি এবং আরও বেশ কয়েকজন সরকারি কর্মকর্তার উপস্থিতিতে মালাতিয়ার সেন্ট্রাল ইনডোর স্পোর্টস হলে আনুষ্ঠানিকভাবে এ হাফেজদের সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে ছেলে ও মেয়ে হাফেজদের পাশাপাশি অনুষ্ঠান দেখতে গ্যালারিতে অভিভাবকদের পাশাপাশি সাধারণ জনগণও ছিলেন।
অনুষ্ঠানে বক্তৃতায় দেশটির ধর্ম বিষয়ক সহকারী উপদেষ্টা ইবরাহিম হিলমি জানান, ‘শুধু মালাতিয়া নয়, দেশের যে অঞ্চলেই দেখব উল্লেখযোগ্য কোরআনে হাফেজ আছে, সেখানেই আমরা কোরানিক সংস্কৃতি গড়ে তুলবো।’
এসময় তিনি মহান আল্লাহর নিকট দোয়া করেন, যাতে তুরস্কসহ গোটা বিশ্বে প্রচুর হাফেজ তৈরি হয়। আদর্শ সমাজ গঠন ও মানুষের অন্তরে জবাবদিহিতার দায়বধ্যতা তৈরিতে পবিত্র কোরআন শিক্ষার মূল্যবোধ নিয়েও বিশেষ গুরুত্বারোপ করেন ইবরাহিম হিলমি।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে তার হাত থেকে হাফেজরা সম্মাননা সনদ গ্রহণ করেন। সূত্র: টিআর অ্যারাবিক