সেই শিক্ষিকাদের নিয়ে পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রীর কটাক্ষ

সেই শিক্ষিকাদের নিয়ে পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রীর কটাক্ষ
সেই শিক্ষিকাদের নিয়ে পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রীর কটাক্ষ  © ফাইল ফটো

বদলির সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলনে অংশ নেয়া পাঁচ শিক্ষিকা পশ্চিমবঙ্গের সল্ট লেকের বিকাশ ভবনের সামনে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন। আত্মহত্যার চেষ্টাকারী শিক্ষিকাদের নিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কটাক্ষ করেছেন।

তিনি তার দীর্ঘ ফেসবুক পোস্টে লিখেছেন, এই পাঁচ শিক্ষিকা বিজেপির ক্যাডার। বাম আমলের থেকে এই মমতার আমলে অনেক বেশি সুযোগ সুবিধা তারা পেয়েছেন। শিক্ষমন্ত্রীর এই ফেসবুক পোস্টের বিরুদ্ধে বিশিষ্ট সিপিএম নেতা ও কলকাতার প্রাক্তন মেয়র বিকাশরঞ্জন ভট্টাচার্য পাল্টা টুইট করে বলেছেন, ব্রাত্য বসু আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পোষা ক্যাডার।

যে পাঁচ শিক্ষিকা তাদের বদলির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে রাজ্যের শিক্ষা দপ্তর বিকাশ ভবনের সামনে ইঁদুর মারার বিষ খেয়ে আত্মহননের চেষ্টা করেন, তারা হলেন পুতুল জানা মন্ডল, অনিমা দাস, ছবি চাকি দাস, শিখা দাস ও জ্যোৎস্না দাস।

এদের মধ্যে পুতুল, জ্যোৎস্না ও শিখার অবস্থা আশংকাজনক। এরা প্রত্যেকেই চাকরি স্থায়িত্বকরণ ও শিক্ষা দপ্তরের অধীনে আসার জন্য আন্দোলনে গিয়েছিলেন। কিন্তু, তা পরিবর্তিত হয় বদলির বিরুদ্ধে আন্দোলনে। জানা গেছে পাঁচ শিক্ষিকার মধ্যে দুজনকে শালবনী ও মুর্শিদাবাদ থেকে বদলি করে দেওয়া হয় জলপাইগুড়িতে।


সর্বশেষ সংবাদ