হোস্টেলে ভূত আতঙ্কে ছাত্রীরা, কর্তৃপক্ষ বলছে ‘পরীক্ষার ভয়ে আজব দাবি’

বিক্ষোভ প্রদর্শন
বিক্ষোভ প্রদর্শন  © সংগৃহীত

হোস্টেলে রয়েছে ভূত। এমন দাবি তুলে কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেছে শখানেক নার্সিং শিক্ষার্থী। তাদের দাবি, হোস্টেল অন্যত্র সরিয়ে নিতে হবে। সোমবার (২ আগস্ট) ভারতের পশ্চিমবঙ্গের দুর্গাপুরের বিধাননগরের একটি বেসরকারি নার্সিং হোস্টেলে এই ঘটনা ঘটেছে।

করোনা বিধিনিষেধের মধ্যেই সম্প্রতি ওই হোস্টেলে উঠে শখানেক শিক্ষার্থী। কিন্তু তাদের দাবি, গত কয়েক দিন ধরে ভবনের তিন ও চারতলায় সন্ধ্যার পর থেকে বিভিন্ন ধরনের আওয়াজ হচ্ছে। আতঙ্কে ঘর থেকে বের হওয়া যাচ্ছে না। হোস্টেল কর্তৃপক্ষকে বলেও কোনও কাজ হয়নি।

সোমবার অভিভাবকদের নিয়ে এসে হোস্টেলের সামনে বিক্ষোভ প্রদর্শন করে শিক্ষার্থীরা। তাদের দাবি, আবাসিক সুবিধা অন্যত্র সরিয়ে নিতে হবে।

তবে হোস্টেল কর্তৃপক্ষের দাবি, সামনের সেমিস্টারের পরীক্ষা অফলাইনে হবে। এ কারণে পরীক্ষা দিতে ভয় পাচ্ছে শিক্ষার্থীরা। তাই এমন আজব দাবি তোলা হচ্ছে।

হোস্টেল কর্তৃপক্ষের তরফে শিউলি মুখোপাধ্যায় জানিয়েছেন, যারা হোস্টেল ছেড়ে যেতে চায় তারা লিখিত দিয়ে চলে যাক। এখনই ১০০ জনকে অন্যত্র রাখার ব্যবস্থা করা সম্ভব নয়।

সূত্র: জি নিউজ


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence