করোনা: ভারতে ২৫০ হিন্দুর লাশ সৎকার করল মুসলিমরা
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১০ জুলাই ২০২০, ১১:১৩ AM , আপডেট: ১০ জুলাই ২০২০, ১১:১৩ AM
ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ২৫০ জন হিন্দুর মৃতদের সৎকার করেছে একদল মুসলিম তরুণ। দেশটির মুম্বাইয়ের মেরিন লাইনে অবস্থিত বাদা কবরস্থানের কর্মীরা গত তিনমাসে এই লাশ সৎকার করেন।
জানা গেছে, কভিড-১৯ পজিটিভ কোনো মৃত ব্যক্তির লাশ যদি তার স্বজনেরা গ্রহণ না করেন তখন হাসপাতাল কর্তৃপক্ষ সৎকারের জন্য এই কর্মীদের খবর দেয়। তখন তারা এসে মৃতদেহ নিয়ে যথাযথ প্রক্রিয়ায় লাশ সৎকার করেন। মৃতদেহ সৎকারের পাশাপাশি করোনা আক্রান্ত রোগীদের হাসপাতালে পৌঁছেও দিচ্ছেন তারা।
কবরস্থান কর্মীরা জানান, রোগী ও লাশ পরিবহনের জন্য তারা প্রথমে বেসরকারি অ্যাম্বুলেন্স সার্ভিসের সঙ্গে যোগাযোগ করেছিলেন। কিন্তু কোন অ্যাম্বুলেন্স তাদের এই সেবা দিতে রাজি হয়নি। পরে তারা নিজেদের উদ্যোগে এই সেবা গড়ে তোলেন। বিভিন্ন সময় বিকল হওয়া ছয়টি অ্যাম্বুলেন্স মেরামত করে তা এই কাজে ব্যবহার করছেন তারা।
কবরস্থান কর্মীদের মধ্য থেকে ১০ সদস্যের একটি টিম মৃতদেহ সৎকারে কাজ যাচ্ছেন। তারা এই কাজটি করছেন সম্পূর্ণ বিনামূল্যে। কোনো কোনো মৃত ব্যক্তির পরিবার টাকা দিতে চাইলেও তারা তা গ্রহণ করেন না।
সূত্র : মুসলিম মিরর