করোনাভাইরাস সংক্রান্ত সকল বিধিনিষেধ তুলে নিচ্ছে নিউজিল্যান্ড
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৮ জুন ২০২০, ১১:৩১ AM , আপডেট: ০৮ জুন ২০২০, ১১:৩৬ AM
মহামারি করোনাভাইরাসের কারণে নিউজিল্যান্ডে নেয়া সকল ধরনের পদক্ষেপ মঙ্গলবার থেকে তুলে নেওয়া হবে। তবে সীমান্ত বন্ধের বিধিনিষেধ বহাল থাকবে। ভাইরাস নির্মূল হয়ে যাওয়ার কারণে এ পদক্ষেপ নেয়া হচ্ছে।
গতকাল সোমবার নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডান এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন।
জেসিন্ডা আর্ডান বলেছিলেন, সোমবার মধ্যরাত থেকে জাতীয় সতর্কতা স্তর এক-এ (অ্যালার্ট লেভেল ওয়ান) চলে যাবে।
এসময় তিনি আরও বলেন, সরকারী ও বেসরকারী অনুষ্ঠানগুলি (ইভেন্ট) কোনো বিধিনিষেধ ছাড়াই চলতে পারবে। খুচরা ও সেবামূলক খাতগুলি স্বাভাবিকভাবে পরিচালনা করা যাবে। সমস্ত গণ পরিবহন আবারও চালু করা যাবে।
সূত্র : রয়টার্স