২৫ স্কুলে চাকরি করে কোটি টাকা আয়, অবশেষে পুলিশের জালে শিক্ষিকা!

  © প্রতীকী ছবি

ভারতের উত্তরপ্রদেশে ২৫টি স্কুলে একসঙ্গে শিক্ষকতা করার অভিযোগে এক তরুণীকে গ্রেফতার করেছে সেখানকার পুলিশ। ওই নারীর নাম অনামিকা শুক্লা। শনিবার রাজ্যের কাশগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ২৫টি স্কুলই রয়েছে কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়ের আওতায়।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এক বছরেরও বেশি সময় ২৫টি স্কুলে পড়াচ্ছিলেন অনামিকা শুক্লা। বেতন বাবদ আয় করেছেন অন্তত এক কোটি টাকা।

কাশগঞ্জের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অঞ্জলি আগরওয়াল বলেন, এক বন্ধুকে দিয়ে পদত্যাগপত্র পাঠিয়েছিলেন অভিযুক্ত শিক্ষিকা। পরে তাকে বসিয়ে রেখে, ওই শিক্ষিকাকে প্রাথমিক শিক্ষা দফতরে আসতে বলা হয়। সেখানে গাড়ি থেকে নামামাত্র পুলিশ গ্রেফতার করে। এর পর লোকাল থানায় পুলিশ তাকে জেরা শুরু করে।

বাগপত জেলার কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা অনামিকা শুক্লা। তবে সম্প্রতি শিক্ষিকাদের ডিজিটাল ডাটাবেজ তৈরি শুরু হলে তাতে ধরা পড়ে ওই শিক্ষিকার প্রতারণা। দেখা যায়, একসঙ্গে ২৫টি স্কুলে চাকরি করছেন তিনি।

উত্তরপ্রদেশের প্রাথমিক শিক্ষামন্ত্রী ড. সতীশ দ্বিবেদী এ ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। বিষয়টি নজরে আসার পরই তার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে।


সর্বশেষ সংবাদ