স্বামীকে নিয়ে মোদির বৈঠকে ঢুকতে না পেরে চটলেন নায়িকা নুসরাত

২২ মে ২০২০, ০৯:০৩ PM

© সংগৃহীত

স্বামীকে নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ও সংসদ সদস্য নুসরাত জাহান। তবে প্রাশাসনের লোকজন তাদেরকে ঢুকতে বাধা দিলে তর্কে জড়ালেন তিনি।

এবিপির খবরে বলা হয়েছে, আজ শুক্রবার (২২ মে) হেলিকপ্টারে প্রায় একঘণ্টা আম্পান বিধ্বস্ত পশ্চিমবঙ্গ পরিদর্শন করেন নরেন্দ্র মোদি। হেলিকপ্টারে তার সফর সঙ্গী ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়ও।

ক্ষতিগ্রস্ত দুই ২৪ পরগনা ঘুরে দেখেন তারা। ‘আম্পান’ বিধ্বস্ত এলাকা করতে গিয়ে বসিরহাট কলেজের কাছে মাঠে তৈরি অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হয়। সেখানেই নামেন তারা।

এরপর বসিরহাট কলেজে বৈঠকে বসেন। তখন স্বামী নিখিলকে নিয়ে ওই কলেজে ঢোকার মুখে নুসরাতকে বাধা দেয়া হয়। তবে নিজেকে সংসদ সদস্য পরিচয় দিয়ে যাওয়ার অনুমতি পান। তার সঙ্গে ভেতরে ঢোকার চেষ্টা করেন স্বামী নিখিলও।

তবে নুসরাতের স্বামীসহ আরও দুই ব্যক্তিকে ঢুকতে দেয়া হয়নি। নুসরাতকে এসময় এসপিজির পক্ষ থেকে জানানো হয়, ভিতরে রাজনৈতিক দলের বৈঠক হচ্ছে না। সেখানে প্রশাসনিক বৈঠক হচ্ছে। তাই সংসদ সদস্য অন্য কাউকে নিয়ে যেতে পারবেন না।

নুসরাত একথা শুনে চটে যান। একপর্যায়ে তাদের বাকবিতণ্ডা শুরু করেন। তবে শেষে নিখিল অনুমতি না পেয়ে সেখান থেকে ফিরে আসেন।

প্রিসাইডিং কর্মকর্তাদের নিয়ে বিএনপির গোপন বৈঠক
  • ৩১ জানুয়ারি ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগের যোগ্যতায় কড়াকড়ি, নির্দিষ্ট অভিজ্ঞ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
নির্বাচনে যে ভূমিকায় থাকছে আইনশৃঙ্খলা বাহিনী
  • ৩১ জানুয়ারি ২০২৬
পদ্মায় গোসলে নেমে নিখোঁজ মেরিনের শিক্ষার্থী
  • ৩১ জানুয়ারি ২০২৬
নির্বাচনী প্রচারণায় ব্যতিক্রমী উপহার পেলেন মির্জা ফখরুল
  • ৩১ জানুয়ারি ২০২৬
রোববার ইশতেহার ঘোষণা করছে না জামায়াত, জানা গেল নতুন তারিখ
  • ৩১ জানুয়ারি ২০২৬