পুলিশকে চার হাজার এন-৯৫ মাস্ক দিলেন ডা. ফেরদৌস খন্দকার

  © সংগৃহীত

করোনাভাইরাসের মধ্যে মানুষকে সহযোগিতা করে শুধু নিউইয়র্কে নয় বাংলাদেশেও বেশ খ্যাতি পেয়েছেন ডা. ফেরদৌস খন্দকার। এবার তিনি করোনা যুদ্ধে সম্মুখ সমরে অবতীর্ণ বাংলাদেশ পুলিশের জন্য আমেরিকান স্ট্যান্ডার্ড-এ তৈরি চার হাজার এন ৯৫-মাস্ক পাঠিয়েছেন।

আজ সোমবার (১৮ মে) পুলিশ হেডকোয়ার্টারে এসব মাস্ক আইজিপি ড. বেনজির আহমদের কাছে হস্তান্তর করেন আওয়ামী লীগ নেতা শাহজাদা মহিউদ্দিন। এ প্রসঙ্গে ডা. ফেরদৌস তার ফেসবুক ওয়ালে কয়েকটি ছবি শেয়ার করে লিখেছেন, সামগ্রীগুলোর সাথে আবেগ প্রচণ্ডভাবে জড়িত। প্রায় দুই সপ্তাহ ধরে পরিকল্পনা করলাম বাংলাদেশের সম্মুখযোদ্ধাদের পাশে দাঁড়াবো।

তিনি বলেন, বিশ্বমানের কোয়ালিটি ও মানসম্পন্ন এন-৯৫ মাস্ক যুক্তরাষ্ট্রের বাজার থেকে সংগ্রহ করলাম। সেগুলো কোনভাবেই দেশে পাঠাতে পারছিলাম না। কোন উড়োজাহাজ যাচ্ছিলো না। শেষ পর্যন্ত ওয়াশিংটন থেকে একটি বিশেষ বিমান বাংলাদেশে যাবে জানতে পারলাম। সর্বোচ্চ পর্যায় পর্যন্ত চেষ্টা করলাম। কিন্তু যুক্তরাষ্ট্র সরকারের বাঁধা, কার্গো হিসেবে পাঠানো যাবে না। তাই বাংলাদেশের কর্মকর্তাদের ইচ্ছা থাকার পরও সেভাবে পাঠানো গেলো না।

তিনি আরো লিখেছেন, শেষ পর্যন্ত যাত্রীদের মাধ্যমে পাঠানোর সিদ্ধান্ত নিলাম, লাগেজ হিসেবে। তারাহুড়ো করে চারটি স্যুটকেস সংগ্রহ করলাম। এক হাজার কেএন-৯৫, এক হাজার এন-৯৫, সার্জিক্যাল মাস্ক পাঁচ হাজার, পাঁচ হাজার গ্লাভস, হ্যান্ড স্যানিটাইজার ইত্যাদি রয়েছে। শেষ পর্যন্ত দশ ঘন্টার রাউন্ড ট্রিপ ড্রাইভ করে নিউইয়র্ক থেকে ওয়াশিংটন ডিসিতে চলে গেলাম, যাত্রীদের হাতে সেসব স্যুটকেস তুলে দেয়ার জন্য।

সবাই খুব সানন্দে এগুলো নেওয়ার জন্য রাজি হলেন। যারা নিতে চাইলেন, এমন কয়েকজনের মাধ্যমে সেগুলো বাংলাদেশে পাঠিয়ে দিলাম। ধন্যবাদ। সাথে দু’জন মুমূর্ষু রোগীর ওষুধও পাঠিয়ে দিলাম, লেখেন তিনি।

ডা. ফেরদৌস বলেন, পুরো ব্যাপারটির মধ্যে আমার আবেগ জড়িত ছিল। তাই আমিও ঢেলে দিয়েছি। প্রিয় বাংলাদেশ ভালো থেকো। সহযোদ্ধারা চলুন দেশসেবার ব্রত হিসেবে একসাথে কাজ করি।


সর্বশেষ সংবাদ