সাংবাদিকের সঙ্গে তর্কাতর্কি, ব্রিফিং ছেড়ে চলে গেলেন ট্রাম্প

  © সংগৃহীত

করোনাভাইরাস নিয়ে প্রশ্নের জেরে এক সাংবাদিকের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে আরও এক সাংবাদিকের সঙ্গে রীতিমত ঝগড়া করে আকস্মিকভাবে সংবাদ সম্মেলনস্থল ছেড়ে উঠে যান তিনি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ট্রাম্পের এমন কাণ্ডের ভিডিও।

সোমবার মার্কিন প্রেসিডেন্ট বাসভবন হোয়াইট হাউসের রোজ গার্ডেনে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে প্রায় ঘণ্টাখানেক সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন ট্রাম্প।

সিবিএসের রিপোর্টার চীনা বংশোদ্ভূত পশ্চিম ভার্জিনিয়ার নাগরিক ওয়েজিয়া জিয়াং ট্রাম্পকে প্রশ্ন করেন, ‘ভাইরাস পরীক্ষা প্রশ্নে তিনি কেন অব্যাহতভাবে জোর দিয়ে বলে যাচ্ছেন যে অন্যান্য দেশের তুলনায় যুক্তরাষ্ট্র ভালো করছে?’

নারী সাংবাদিক জিয়াং আরও জানতে চান, ‘কেন এই বিশ্বপ্রতিযোগিতা, যেখানে প্রতিদিনই আমেরিকানরা প্রাণ হারাচ্ছে?’

চীন থেকে সারাবিশ্বে করোনা ছড়িয়ে দেওয়া হয়েছে বলে বরাবর অভিযোগ ট্রাম্পের। ভাইরাসটিতে যুক্তরাষ্ট্রেই প্রাণহানি ও আক্রান্ত সবচেয়ে বেশি। সেই চীনা বংশোদ্ভূত সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে কিছুটা ক্ষিপ্ত ট্রাম্প বলেন, ‘প্রশ্নটি সম্ভবত চীনকে করা উচিত। আমাকে নয়।’

তখন জিয়াং চানতে চান, ‘বিশেষভাবে আপনি আমাকেই কেন এ কথা বলছেন?’ জবাবে ট্রাম্প বলেন, ‘এ ধরণের নোংরা প্রশ্ন আমাকে যেই করতো, আমি তাকেই এ কথা বলতাম।’

এরপর ট্রাম্প অন্য রিপোর্টারের দিকে নজর দিতে উদ্যোগী হন। তবে জিয়াং অনবরত তার জবাব পাওয়ার চেষ্টা করছিলেন। এরই একপর্যায়ে ট্রাম্প হঠাৎ সংবাদ সম্মেলন বন্ধ করে হোয়াইট হাউসের দিকে হাঁটা দেন।

‘আমি কাউকে উদ্দেশ্য করে এটা বলছি না’, ট্রাম্প বলেন, ‘যে আমাকে এমন বাজে প্রশ্ন করতে চায়, তাকেই বলছি।’

জিয়াং প্রতিবাদ করেন, ‘ এটা বাজে প্রশ্ন নয়।’
পরে সিএনএনের সাংবাদিক কেইটলান কলিন্স ট্রাম্পকে প্রশ্ন করেন। এ সময় ট্রাম্প ভ্রু কুচকে বলেন, ‘আর কেউ?’ কলিন্স মাইক্রোফোন ধরে বলেন, আমার দুটো প্রশ্ন আছে।

প্রেসিডেন্ট ট্রাম্প এবার বলেন, না। অন্য কেউ। কলিন্স বলেন, কিন্তু আপনি আমাকে সুযোগ দিয়েছেন। আমার দুটো প্রশ্ন আপনাকে শুনতেই হবে।

ট্রাম্প সিএনএনের সাংবাদিককে সুযোগ দিতে চাচ্ছিলেন না।‘আরেক জন প্লিজ,’ ট্রাম্প এভাবে বললেও কলিন্স জবাব দেন, ‘কিন্তু আপনি আমাকে ডেকেছেন।’

জবাবে ট্রাম্প বলেন,ডেকেছি। কিন্তু আপনি তখন উত্তর দেননি। এখন আমি পেছনের ওই তরুণীকে ডাকব। এরপর ট্রাম্প আর কাউকে প্রশ্ন করার সুযোগ দেননি।

এক পর্যায়ে আর কাউকে না ডেকে সংবাদ সম্মেলনের ইতি টানেন তিনি। ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান, থ্যাঙ্ক ইউ ভেরি মাচ’ বলে সম্মেলনস্থল থেকে বেরিয়ে যান ক্ষুব্ধ ট্রাম্প।

ট্রাম্পের এমন আচরণকে হতাশাজনক হিসেবে আখ্যায়িত করেছেন ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্স। টুইটারে দেয়া এক পোস্টে তিনি বলেন, ট্রাম্প এমন এক কাপুরুষ, যে নিজেকে শক্তিশালী হিসেবে অনুভব করতে অন্যদের ডুবিয়ে দেয়।’

সূত্র: দ্য গার্ডিয়ান, সিএনএন।

 


সর্বশেষ সংবাদ