লকডাউনে নিজ ফ্ল্যাটে ধর্ষণের শিকার ব্যাংক কমকর্তা

১৮ এপ্রিল ২০২০, ০৩:২২ PM

© ফাইল ফটো

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ভারতজুড়ে চলছে লকডাউন। নিজের প্রাণ বাঁচাতে নিজ ঘরে বন্দী রয়েছেন সবাই। তবে তাতেও রেহাই মিলছে না নারীদের। একের পর এক ঘটছে ধর্ষণের ঘটনা। এবার ৫৩ বছর বয়সী এক নারী ব্যাংক কর্মকর্তা ধর্ষণের শিকার হয়েছে।

গতকাল শুক্রবার ভারতের মধ্যপ্রদেশের ভোপালের শাহপুরা এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, ওই নারীর পরিবারের অন্য সদস্যরা লকডাউনের ফলে রাজস্থানের সিরোহিতে আটকা পড়েছেন। তাই ভোপালে নিজের ফ্ল্যাটে একাই থাকছিলেন তিনি। গতকাল শুক্রবার তিনি যখন ঘুমোচ্ছিলেন, তখন ফ্ল্যাটে ঢুকে তাঁকে ধর্ষণ করা হয় বলে পুলিশকে জানিয়েছেন ওই নারী। ধর্ষণকারীর পরিচয় এখনও জানতে পারেনি শাহপুর থানা পুলিশ। তবে তারা তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

এ বিষয়ে ভোপালের সহকারী পুলিশ সুপার সঞ্জয় সাহু জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল গিয়েছে ও ভালোভাবে পরীক্ষা করেছে। নির্যাতিতার মেডিক্যাল পরীক্ষাও হয়েছে। ধর্ষণের ঘটনায় অজ্ঞাতপরিচয় অভিযুক্তের বিরুদ্ধে শাহপুর থানায় ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ও ৩৭৭ ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।

সূত্র : আনন্দবাজার

দুই প্রভাষক নিয়োগ দেবে ঢাবির মৎস্যবিজ্ঞান বিভাগ, আবেদন শেষ …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন বিএনপির এক ব্যবসায়ী
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
১১ দলীয় জোট বিজয়ী হলে এনআইডি কার্ডেই সকল সেবা নিশ্চিত হবে: …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
পদত্যাগ করে জামায়াতে যোগ দিলেন গণঅধিকারের এমপি প্রার্থী
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
​পটুয়াখালী-৩: নুর ও মামুনের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে সংঘর…
  • ৩১ জানুয়ারি ২০২৬
জেলা কারাগার থেকে হাজতির পলায়ন, ডেপুটি জেলারসহ বরখাস্ত ৮
  • ৩১ জানুয়ারি ২০২৬