করোনা: কয়েক হাজার অভিবাসীকে বহিষ্কার করেছে যুক্তরাষ্ট্র

  © ইন্টারনেট

করোনাভাইরাস সম্পর্কিত বিশেষ আইন ব্যবহার করে কয়েক হাজার অভিবাসীকে দেশ থেকে বহিষ্কার করেছে যুক্তরাষ্ট্র। গত মাসে দেশটিতে রোগ নিয়ন্ত্রণ ও রোগ প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) ভাইরাসের বিস্তার ঠেকাতে যেসব বিদেশিকে ‘গুরুতর ঝুঁকি’ তাদের ঢোকা নিষিদ্ধ করে জনস্বাস্থ্য পদক্ষেপ জারি করে।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা নিশ্চিত করেছেন, আমেরিকা-মেক্সিকো সীমান্তে ছয় হাজার ৩০০ জন অবৈধ অভিবাসীকে দেশটি থেকে বহিষ্কার করা হয়েছে। এদের অনেকেই শিশু যাদের বাবা-মা ছাড়াই বহিষ্কার করা হয়েছে।

বিবিবি এক প্রতিবেদনে জানিয়েছে, সমালোচকদের অভিযোগ ট্রাম্প প্রশাসন এই পদক্ষেপ ব্যবহার করছে কঠোর অভিবাসন নীতি আরও বিস্তৃত করার লক্ষ্যে। তবে প্রশাসন সে অভিযোগ অস্বীকার করেছে।

করোনাভাইরাসে সারা বিশ্বে ১৬ লাখের বেশি আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৯৫ হাজারের বেশি মানুষের। বাংলাদেশে মোট আক্রান্তের সংখ্যা ৪২৪ জন। মৃত্যু হয়েছে ২৭ জনের। আক্রান্তদের মধ্যে ২৪৩ জনই ঢাকা শহরের। এছাড়া ৭৫ জন নারায়ণগঞ্জের। বাকিরা অন্য জেলার। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯৪ জন। আর মারা গেছেন ছয় জন।


সর্বশেষ সংবাদ