দুই দিনে করোনায় মৃত্যু ১০ হাজার

  © ফাইল ফটো

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত দুই দিনে ১০ হাজার মানুষ মারা গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, জন হপকিনস বিশ্ববিদ্যালয় এবং ওয়ার্ল্ডওমিটার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে এমন তথ্য পাওয়া্ গেছে।

তাদের দেয়া তথ্যানুযায়ী, গত দুইদিনে প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছে ১ লাখ ২৯ হাজারের বেশি। ৪ এপ্রিল সন্ধ্যা ৬টা পর্যন্ত এই ভাইরাসে মৃতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৬০ হাজার ১১৫ জনে। আর আক্রান্তের মোট সংখ্যা দাঁড়াল ১১ লাখ ৩১ হাজার ৭১৩ জনে।

বাংলাদেশ সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) তথ্য অনুযায়ী, আজ শনিবার পর্যন্ত দেশে করোনাভাইরাস শনাক্ত হওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৭০। দেশে গত ৮ মার্চ দেশে প্রথমবারের মতো করোনাভাইরাস রোগী শনাক্ত হওয়ার বিষয়টি ঘোষণা দেওয়া হয়। ১৮ মার্চ দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। এখন পর্যন্ত দেশে আটজন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩০ জন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, করোনার কেন্দ্রস্থল এখন ইউরোপ। যদিও এ ভাইরাসে আক্রান্তের সংখ্যায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। তবে মৃতের সংখ্যায় সব চেয়ে এগিয়ে রয়েছে ইউরোপের দেশ ইতালি। ইতালিতে মারা গেছে ১৪ হাজার ৬৮১ জন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইতালির পরই বেশি মানুষের মৃত্যু হয়েছে স্পেনে। স্পেনে মারা গেছে ১১ হাজার ৭৪৪ জন। আক্রান্ত হয়েছে এক লাখ ২৪ হাজার ৭৭৪ জন।

যুক্তরাষ্ট্রে আজ ৪ এপ্রিল সন্ধ্যা পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ৭৮ হাজার ৪৫৮ জন ব্যক্তি, দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৭ হাজার ১৫৯ জন।

সুস্থ হওয়ার সংখ্যায় সবার ওপরে রয়েছে চীন। ৪ এপ্রিল পর্যন্ত বিশ্বজুড়ে ২ লাখ ৩৩ হাজার ৬৮৯ জন সুস্থ হয়েছেন। এর মধ্যে চীনে সুস্থ হয়ে উঠেছেন ৭৬ হাজারেরও বেশি মানুষ। স্পেনে সুস্থ হয়েছেন সাড়ে ৩৪ হাজারের বেশি মানুষ।


সর্বশেষ সংবাদ