অলিম্পিক ১ বছর পেছানোর দাবি ট্রাম্পের
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৩ মার্চ ২০২০, ০৪:১৫ PM , আপডেট: ১৩ মার্চ ২০২০, ০৪:১৫ PM
'দ্য গ্রেটেস্ট শো অন আর্থ' অলিম্পিক গেমস এক বছর পিছিয়ে দেওয়ার জন্য আয়োজকদের কাছে দাবি জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামি জুলাইয়ে জাপানের রাজধানী টোকিওতে বসতে যাচ্ছে অলিম্পিকের আসর। কিন্তু এরই মধ্যে বিশ্বব্যাপি ছড়িয়ে পরেছে করোনাভাইরাস। আর এরই প্রভাবে আয়োজনে দ্বিধায় অলিম্পিক গেমসের আয়োজকরা।
গ্রীষ্মকালীন অলিম্পিকে এই বছর ২০০ দেশের প্রায় ১১ হাজার অ্যাথলেট অংশ নেওয়ার কথা থাকলেও বিশ্বে সবচেয়ে ভয়ঙ্কর করোনাভাইরাসের প্রভাব ইতোমধ্যে ক্রিড়াবিশ্বজুড়েও পড়েছে। এরই মধ্যে সবচেয়ে সন্দিহানে জাপানের অলিম্পিকের আসরে।
এ সময় বার্তা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট দাবি জানিয়েছেন, করোনা ভাইরাসের কথা মাথায় রেখে আয়োজকদের অলিম্পিক অন্তত একবছর পিছিয়ে দেওয়া উচিৎ। উল্লেখ্য, অলিম্পিকে অংশগ্রহণ করা দেশগুলির মধ্যে সর্বাধিক প্রতিযোগী সমন্বিত অন্যতম দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। তাই করোনা থেকে প্রতিযোগীদের বাঁচতে এবং বাঁচাতে ট্রাম্পের এই দাবি ভীষণই অর্থবহ বলে মনে করছে বিশেষজ্ঞরা।
বুধবার রাতে নোভেল করোনা ভাইরাসকে 'বৈশ্বিক মহামারী' হিসেবে চিহ্নিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। যদিও বিশ্বব্যাপী বহু স্পোর্টিং ইভেন্টে করোনার ভয়াবহ থাবা গ্রাস করেছে অনেক আগেই। মারণ ভাইরাস থেকে বাঁচতে বহু স্পোর্টিং ইভেন্ট হয় স্থগিত করা হয়েছে নয়তো তা অনুষ্ঠিত হচ্ছে দর্শকহীন ফাঁকা গ্যালারিতে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্ব মহামারী হিসেবে চিহ্নিত করার পর করোনা আতঙ্কে বাংলাদেশের মাটিতেও একাধিক স্পোর্টস ইভেন্ট নিয়ে সিদ্ধান্ত বদল করা হয়েছে। সবশেষ বাংলাদেশে করোনায় আক্রান্ত হলে এর প্রভাব দেখা যায় জিম্বাবুয়ে সিরিজে। দর্শকশূর্ণ গ্যালারিতে বেশ কয়েকটা ম্যাচ অনুষ্ঠিত হয়।