ভাষা দিবসে মমতার শুভেচ্ছা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২০, ০৩:৫৪ PM , আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২০, ০৩:৫৮ PM
একুশ মানে মাথা নত না করা, একুশ মানে বাংলা জয়ের প্রথম প্রহর। হাতে হাতে ফুল, কণ্ঠে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি। বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা আর ভালোবাসায় রাঙানো হয়েছে সারাদেশে। শহিদদের স্বরণে ফুলে ফুলে শ্রদ্ধা জানিয়ে মিনারকে রাঙিয়ে তুলেছে দেশের প্রতিটা মানুষ। যে যেভাবে পেরেছে শহিদদের শুভেচ্ছা জানিয়েছেন। এ থেকে বাদ পরেননি ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকলকে টুইটারে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
ট্যুইটে মুখ্যমন্ত্রী মমতা লিখেছেন, ‘আজ অমর ২১শে ফেব্রুয়ারি। বাংলাজুড়ে পালিত হচ্ছে ভাষা শহিদ দিবস। এই ঐতিহাসিক দিনে বাংলা ভাষার জন্য যারা প্রাণ দিয়েছিলেন তাদের জানাই সশ্রদ্ধ প্রণাম। সকলকে জানাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা। আমাদের মাতৃভাষা সহ আমরা সব ভাষাকেই ভালোবাসি।’
মাতৃভাষার স্বীকৃতি আদায়ে শাসকের বিরুদ্ধে প্রাণ বাজি রেখে লড়াই। রক্তক্ষয়ী লড়াই শেষে মিলেছিল জয়ের স্বাদ। শুধুমাত্র ভাষার জন্য একটা গোটা জাতির সেই সংগ্রাম আজও মনে রেখেছে গোটা দুনিয়া। ভাষা আন্দোলনের সেই অমর শহীদদের স্মরণে পালিত হয় আজকের দিনটি। নিউজ১৮।