‘সুমুদ ফ্লোটিলা’ ও ইসরায়েলের পাল্টাপাল্টি ভিডিও প্রকাশ
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫, ০১:৫৬ AM
ইসরাইলি নৌবাহিনী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার আমলা ও সিরিয়াস জাহাজে আটক করেছে। বুধবার (১ অক্টোবর) রাত পৌনে ১টার দিকে (বাংলাদেশ সময়) এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।
আটকের কিছু সময় পর ‘সুমুদ ফ্লোটিলা’ ও ইসরায়েলের পাল্টাপাল্টি ভিডিও প্রকাশ করে। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি ভিডিওতে দেখা যায়, ইসরায়েলি নৌবাহিনীর এক কর্মকর্তা সুমুদ ফ্লোটিলাকে পথ পরিবর্তন করে আশদোদ বন্দরে যেতে বলছেন। তিনি জানান, সেখানে ত্রাণ সামগ্রী নিরাপত্তা পরীক্ষা শেষে গাজায় পাঠানো হবে।
View this post on Instagram
অন্যদিকে, গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নিজেদের একটি ভিডিও প্রকাশ করেছে। এতে স্টিয়ারিং কমিটির সদস্য থিয়াগো আভিলা ইসরায়েলি বাহিনীকে জবাব দেন, ‘আপনারা বলছেন আমরা যুদ্ধক্ষেত্রে প্রবেশ করছি। অথচ এটাই সেই জায়গা, যেখানে আপনারা যুদ্ধাপরাধ করছেন। এটি আন্তর্জাতিক আইনের পরিপন্থী। আন্তর্জাতিক বিচার আদালত স্পষ্ট করেছে—গাজায় মানবিক সহায়তা বাধাগ্রস্ত করার যে কোনো প্রচেষ্টা আন্তর্জাতিক আইন লঙ্ঘন। আপনারা গণহত্যার অপরাধের জন্য জবাবদিহি করবেন।
আভিলা আরও বলেন, ‘গাজার জনগণ তাদের সীমান্ত নিয়ন্ত্রণ করার অধিকার রাখে। তাই মানবিক সহায়তাকে দখলদার শক্তির নিয়ন্ত্রণে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব নয়। আমরা ইসরায়েলকে বৈধ কর্তৃপক্ষ হিসেবে স্বীকৃতি দিচ্ছি না।’