যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুকধারীর গুলিতে ৩ পুলিশ নিহত
- টিডিসি ওয়ার্ল্ড
- প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৫ AM
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বন্দুকধারীর গুলিতে অন্তত তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও দুই পুলিশ সদস্য। আহত দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস সাংবাদিকদের জানিয়েছেন, স্থানীয় সময় বুধবার দুপুরে নর্থ কোডোরাস টাউনশিপ এলাকায় এ গুলির ঘটনা ঘটে। পুলিশের পাল্টা গুলিতে সন্দেহভাজন বন্দুকধারীও নিহত হয়েছে বলে জানিয়েছেন তিনি।
এদিকে পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো ঘটনাস্থলে পৌঁছেছেন। ফিলাডেলফিয়া থেকে প্রায় ১৮৫ কিলোমিটার (প্রায় ১১৫ মাইল) পশ্চিমে অবস্থিত নর্থ কোডোরাসে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
তবে ঠিক কী কারণে এ গুলির ঘটনা, বা কারা এর সঙ্গে জড়িত—সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি স্থানীয় পুলিশ। ঘটনাটিকে ‘সমাজের জন্য এক অভিশাপ’ হিসেবে বর্ণনা করেছেন পেনসিলভানিয়ার অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি। তিনি জানান, তদন্তে সহায়তার জন্য ইতোমধ্যে ফেডারেল এজেন্টদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে।