ভারতকে যুক্তরাষ্ট্রের আবারও হুঁশিয়ারি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১২ AM , আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৩ AM
ভারতের সঙ্গে বাণিজ্যিক উত্তেজনা ফের তীব্র হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের পর দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে। এরই মধ্যে বাণিজ্য বৈঠকের আগে ভারতকে কড়া হুঁশিয়ারি দিলেন মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে ভারত-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকের আগেই যুক্তরাষ্ট্রের অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে লুটনিক বলেন, ভারত যদি মার্কিন ভুট্টা কিনতে অস্বীকৃতি জানায়, তাহলে তারা যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশাধিকার হারাতে পারে।
লুটনিক বলেন, ‘ভারত গর্ব করে বলে যে তাদের ১ দশমিক ৪ বিলিয়ন মানুষ রয়েছে। তাহলে এই ১ দশমিক ৪ বিলিয়ন মানুষ এক বুশেল ভুট্টাও কিনবে না? তারা সবকিছু আমাদের কাছে বিক্রি করে, অথচ আমাদের কৃষিপণ্য কিনতে চায় না। প্রতিটি পণ্যের ওপর তারা শুল্ক আরোপ করে।’
তিনি আরও বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প ভারতকে বারবার বলেছেন শুল্ক কমাতে এবং পারস্পরিক সম্মান বজায় রেখে বাণিজ্য করতে। আমরা ভারতের সঙ্গে যেমন আচরণ করি, তারাও যেন আমাদের সেভাবেই দেখে।’
আরও পড়ুন: ভোটার হতে এসে রোহিঙ্গা যুবক আটক
বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক ট্রাম্প প্রশাসনের অবস্থান তুলে ধরে বলেন, ‘বছরের পর বছর ধরে চলে আসা বাণিজ্যগত বৈষম্য সংশোধন করতে হবে। তাই সমাধান না হওয়া পর্যন্ত আমরা কঠোরভাবে শুল্ক আরোপের পথে হাঁটতে পারি। এটা প্রেসিডেন্ট ট্রাম্পের বাণিজ্যনীতির অংশ। হয় আপনি এটি মেনে নেবেন, নয়তো বিশ্বের সবচেয়ে বড় ভোক্তাবাজারে প্রবেশ কঠিন হয়ে পড়বে।’