মিশরে ট্রেন দুর্ঘটনায় নিহত ৩, আহত শতাধিক

ট্রেন দুর্ঘটনা
ট্রেন দুর্ঘটনা  © সংগৃহীত

মিশরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অন্তত তিনজন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছেন। শনিবার (৩০ আগস্ট) স্থানীয় সময় বিকেল ৩টা ৩০ মিনিটের দিকে উত্তর মাতরুহ প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। দেশটির জাতীয় রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, উপকূলীয় শহর মারসা মাতরুহ থেকে কায়রো যাওয়ার পথে ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়। এর ফলে দুটি বগি উল্টে যায় ।

বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, ধ্বংসাবশেষ অপসারণ এবং লাইনে পরিষেবা পুনরুদ্ধারের জন্য উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানের নির্দেশ দিয়েছে পরিবহণ মন্ত্রণালয় এবং দায়ীদের ‘সর্বোচ্চ শাস্তি’ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তারা।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ফ্র্যাকচার, ঘর্ষণ, ক্ষতসহ আহতদের শরীরে বিভিন্ন ধরনের আঘাত রয়েছে। তবে, আহতদের মধ্য থেকে চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে ৮৭ জনকে। বাকিদের পূর্ণ স্বাস্থ্য সহায়তা ও চিকিৎসা দিতে হাসপাতালগুলোকে জারি করা হয়েছে উচ্চ সতর্কতা।


সর্বশেষ সংবাদ