বাংলাদেশি তকমায় গরিবদের হয়রানি, বিজেপিকে তীব্র আক্রমণ মমতার

২৯ আগস্ট ২০২৫, ০৯:৪০ AM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ০৯:৪৪ AM
মমতা বন্দ্যোপাধ্যায়

মমতা বন্দ্যোপাধ্যায় © সংগৃহীত

গরিব মানুষের অধিকার রক্ষায় ফের সরব হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন, কেন্দ্রের শাসক দল বিজেপি ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে গরিব মানুষের ওপর অত্যাচার করছে।

বৃহস্পতিবার কলকাতার ঐতিহাসিক মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক ছাত্র সমাবেশে তিনি বলেন, ‘আপনারা মানুষের অধিকার কেড়ে নেন। বাংলাদেশি বলে গরিবদের ওপর অত্যাচার করেন। গরিব মানুষ আমার হৃদয়, তাদের ভালোবাসি। আমি জাতপাত মানি না।’

মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে বলেন, ‘মোদিজি সারাক্ষণ দুর্নীতি বলে চিৎকার করেন। অথচ যেখানেই বিজেপি ক্ষমতায় আছে, সেখানেই চলছে দুর্নীতি, সন্ত্রাস, আর গুজরাট মডেলের নামে লোক দেখানো উন্নয়ন।’ তিনি আরও বলেন, ‘আমরা বাংলায় সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করি, ওরা মানুষের অধিকার কেড়ে নিতে ব্যস্ত।’

আরও পড়ুন: প্রাথমিকে শিক্ষক নিয়োগে নারীদের জন্য বিশেষ কোটা বাতিল 

বক্তব্যে বিজেপি নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দিকেও আঙুল তোলেন মমতা। বলেন, ‘আপনারা পরিবারতন্ত্র করেন না? আপনার ছেলে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার প্রেসিডেন্ট। রাজনীতি থেকে আয় নেই, অথচ খেলাধুলার সংস্থার মাধ্যমে কোটি কোটি টাকা আসে।’ তিনি অভিযোগ করেন, ‘রাজনীতির সর্বত্র এখন আপনাদের পরিবারের প্রভাব। ললিপপ দেখিয়ে মানুষকে ভুলিয়ে রাখা হচ্ছে। অথচ আমরা অধিকার দিই, ললিপপ নয়।’

তিনি হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, ‘দরকার হলে দুর্নীতির ভান্ডার খুলে দেব। যেমন আমাদের 'লক্ষ্মীর ভান্ডার' আছে, তেমনি দুর্নীতিরও ফাইল আছে আমাদের হাতে।’

মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘এনআরসি করে ভোটার নাম কেটে ফেলার চেষ্টা চলছে। আমার জীবিত থাকতে এক জনের ভোটাধিকারও কেড়ে নিতে দেব না।’ তিনি সবাইকে নিজের ভোটার তালিকা ও আধার কার্ড ঠিকঠাক রাখার পরামর্শ দেন, ‘কারণ, ওরা অন্যের তথ্য নিয়ে ভোট কেটে দিতে পারে।’

জুলাই গণঅভ্যুত্থানের শিক্ষা শুধু পরিবর্তনের নয়, সতর্কতারও: …
  • ২১ জানুয়ারি ২০২৬
ফ্ল্যাটের পর হাদির পরিবারকে নগদ ১ কোটি টাকা দিচ্ছে সরকার
  • ২১ জানুয়ারি ২০২৬
বাংলাদেশ ভারতে না খেললে বিকল্প দল নেবে আইসিসি, বোর্ডসভায় সি…
  • ২১ জানুয়ারি ২০২৬
রোজার পুরো মাসে স্কুলে ছুটি দেওয়ার নির্দেশনা চেয়ে রিট
  • ২১ জানুয়ারি ২০২৬
সরেননি জামায়াত নেতা, বিপাকে এনসিপির তুষার
  • ২১ জানুয়ারি ২০২৬
আপত্তিকর ভিডিও ধারণ, আমেরিকা প্রবাসী নারী থেকে কোটি টাকা হা…
  • ২১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9