পুরো গাজা দখলের ঘোষণা নেতানিয়াহুর

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু  © এপি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা পুরোপুরি দখলের নির্দেশ দিতে যাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার (৫ আগস্ট) কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে থেকে এ তথ্য জানা গেছে। 

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহুর এই সিদ্ধান্তের ফলে গাজা উপত্যকার সর্বত্র অভিযান বাড়াবে দখলদার বাহিনী।

ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই খবরে নিন্দা জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে জরুরি হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছে। তবে এই বিষয়ে নেতানিয়াহুর কার্যালয় থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার যুদ্ধ মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন নেতানিয়াহু। যেখানে গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করা হবে। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের যুদ্ধ দুই বছর পূর্ণ হতে যাচ্ছে।

আরও পড়ুন: বিবিসির অনুসন্ধানে উঠে এল কেনিয়ায় শিশুদের দিয়ে যৌন-বাণিজ্যের চিত্র

এদিকে, খাদ্য সংকটের জন্য গাজার মানবিক পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে। উপত্যকার প্রতি তিন জনের দুজন অনাহারের মধ্যে আছে। কিন্তু দখলদার বাহিনী মিশর ও জর্ডান সীমান্তে অপেক্ষায় থাকা ২২ হাজার ত্রাণবাহী ট্রাককে প্রবেশ করতে দিচ্ছে না।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে , সোমবার ইসরায়েলি হামলায় কমপক্ষে ৭৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। যাদের মধ্যে ৩৬ জন ত্রাণ সংগ্রহ করতে গিয়েছিলেন। উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় ৬০ হাজার ৯৩০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। যাদের মধ্যে অন্তত ১৮ হাজার ৪৩০ জন শিশু।

 


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!