স্ত্রীর চাহিদা মেটাতে চাকরি ছেড়ে ডাকাতি

ভারতের রাজস্থানের ঘটনা

গ্রেপ্তর যুবক
গ্রেপ্তর যুবক  © সংগৃহীত

মাত্র এক মাস আগে নতুন বউ ঘরে তুলেছিলেন তরুণ পারেখ। বিবিএ পাস করে একটি বেসরকারি প্রতিষ্ঠানে এক্সিকিউটিভ পদে চাকরি করতেন। কিন্তু চাকরির বেতন দিয়ে স্ত্রীর বিলাসী চাহিদা মেটানো সম্ভব হচ্ছিল না। শেষমেশ চাকরি ছেড়ে নামলেন ডাকাতির পথে। শুক্রবার (২৫ জুলাই) শেষ পর্যন্ত পুলিশের জালে ধরা পড়েন পারেখ।

ভারতের রাজস্থানের জাম্বরামগড় এলাকার এই যুবক স্ত্রীকে সুখী রাখতে যে পথে পা রাখেন, তা সামনে আসতেই স্থানীয় মহলে উঠে আলোচনা-সমালোচনা। শনিবার (২৬ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যমে খবরটি প্রকাশিত হয়।

পুলিশ জানায়, চাকরি থাকাকালীন পারেখ স্ত্রীর দিন দিন বাড়তে থাকা চাহিদা সামাল দিতে পারছিলেন না। স্ত্রীর চাপেই তিনি চাকরি ছেড়ে অপরাধের জগতে পা রাখেন। তদন্তে উঠে এসেছে, জাম্বরামগড় থেকে জয়পুরে গিয়ে নানা সময়ে চুরি ও ছিনতাই করতেন তিনি। অত্যন্ত পরিকল্পিতভাবে এবং সতর্কতার সঙ্গে এসব ঘটাতেন যাতে কারও সন্দেহ না হয়।

সম্প্রতি জয়পুরের ট্রান্সপোর্ট নগর এলাকায় এক প্রৌঢ়ার গলা থেকে সোনার হার ছিনতাইয়ের ঘটনায় তার নাম উঠে আসে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে শুক্রবার তাকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তিনি পুলিশি হেফাজতে রয়েছেন এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধের কথা স্বীকার করেছেন।

তবে এই ঘটনায় তার স্ত্রী কিছুই জানতেন না বলে দাবি করেছেন। পুলিশ এখন তদন্ত করছে তরুণ পারেখ অন্য কোনও চক্রের সঙ্গে যুক্ত ছিলেন কি না।


সর্বশেষ সংবাদ