ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ফ্রান্স: ম্যাক্রঁ

ফিলিস্তিন-ফ্রান্সের প্রেসিডেন্ট
ফিলিস্তিন-ফ্রান্সের প্রেসিডেন্ট  © সংগৃহীত

আগামী সেপ্টেম্বর মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেবেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ। বৃহস্পতিবার (২৪ জুলাই) ফ্রান্স সময় রাত ৯টা ৩০ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক অফিসিয়াল বিবৃতিতে এ ঘোষণা দেন তিনি।

বিবৃতিতে ম্যাক্রঁ বলেন, ‘আজকের সবচেয়ে জরুরি প্রয়োজন গাজায় যুদ্ধ থামানো এবং বেসামরিক মানুষের জীবন রক্ষা করা। শান্তি সম্ভব।’

তিনি তাৎক্ষণিক অস্ত্রবিরতি, সব জিম্মির মুক্তি এবং গাজার জনগণের জন্য জরুরি ভিত্তিতে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। পাশাপাশি হামাসকে নিরস্ত্রীকরণ এবং গাজাকে পুনর্গঠনের ওপর জোর দেন তিনি।

ফরাসি প্রেসিডেন্ট বলেন, চলমান সংকট থেকে স্থায়ী উত্তরণের জন্য স্বাধীন, কার্যকর ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি ফিলিস্তিন রাষ্ট্র গঠনই একমাত্র পথ। রাষ্ট্রটি নিরস্ত্রীকরণ মেনে নিয়ে ইসরাইলকে স্বীকৃতি দেবে এবং মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা কাঠামোতে অংশ নেবে— এমন একটি কাঠামোর কথাই তুলে ধরেন তিনি। ফিলিস্তিনি প্রেসিডেন্টের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি পাওয়ার পরই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি বলেন, ‘আমি তাকে চিঠি দিয়ে আমার প্রতিশ্রুতি জানিয়েছি। আজ আমাদের দরকার বিশ্বাস, স্বচ্ছতা ও অঙ্গীকার। আমরা শান্তি অর্জন করব।’

তথ্যসূত্র: বিবিসি বাংলা


সর্বশেষ সংবাদ