গাজায় ফের তীব্র ইসরায়েলি হামলা, একদিনেই নিহত ১৫১ ফিলিস্তিনি

১৯ মে ২০২৫, ১০:২৩ AM , আপডেট: ২৩ মে ২০২৫, ০৯:৫৫ AM
ফিলিস্তিন

ফিলিস্তিন © রয়টার্স

অবরুদ্ধ গাজা উপত্যকায় আবারও ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। রবিবার (১৮ মে) দিনভর চলা সামরিক অভিযানে নিহত হয়েছেন অন্তত ১৫১ জন ফিলিস্তিনি। নিহতদের অধিকাংশই গাজার উত্তরাঞ্চল ও গাজা সিটির বাসিন্দা বলে জানিয়েছে চিকিৎসা সূত্র।

সোমবার (১৯ মে) সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে জানায়, গাজায় রবিবারের হামলাগুলো ছিল গত কয়েক সপ্তাহের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী। চিকিৎসা সূত্রগুলো বলছে, শুধুমাত্র ওই একদিনেই প্রাণ হারিয়েছেন ১৫১ জন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি অভিযানে এ পর্যন্ত নিহত হয়েছেন ৫৩ হাজারের বেশি ফিলিস্তিনি এবং আহত হয়েছেন এক লাখ ২০ হাজারেরও বেশি মানুষ।

টানা ১৫ মাসের বেশি সময় ধরে চলা এই দমন-পীড়নের মাঝে আন্তর্জাতিক চাপের মুখে চলতি বছরের ১৯ জানুয়ারি ইসরায়েল একটি যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিল। তবে তা মাত্র দুই মাস স্থায়ী হয়। ১৮ মার্চ থেকে আবারও গাজায় ব্যাপক সামরিক অভিযান শুরু করে দখলদার ইসরায়েলি বাহিনী। দ্বিতীয় দফার এ অভিযানে ইতোমধ্যে প্রাণ গেছে ৩ হাজারেরও বেশি ফিলিস্তিনির, আহত হয়েছেন অন্তত ৮ হাজার।

ইসরায়েল দাবি করেছে, গাজায় হামাসের হাতে এখনো প্রায় ৩৫ জন জিম্মি জীবিত রয়েছেন। তাদের উদ্ধার করতেই তারা এই সামরিক অভিযান জোরদার করেছে।

এদিকে, জাতিসংঘ ও আন্তর্জাতিক মহল একাধিকবার গাজায় ইসরায়েলি হামলা বন্ধের আহ্বান জানালেও, তাতে কর্ণপাত করেনি তেল আবিব সরকার। ইতোমধ্যে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলা দায়ের করা হয়েছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে আবারও জানিয়েছেন, হামাসকে সম্পূর্ণভাবে দুর্বল ও নির্মূল না করা পর্যন্ত গাজায় অভিযান চলবে। একইসঙ্গে তিনি জিম্মিদের মুক্তির বিষয়টিকেও সামরিক অভিযানের প্রধান উদ্দেশ্য হিসেবে উল্লেখ করেছেন।

লুইস সুয়ারেসের জোড়া গোলে পিএসজিকে হারাল স্পোর্তিং সিপি
  • ২১ জানুয়ারি ২০২৬
ভর্তি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণ শুরু আজ, গুনতে হবে ফি
  • ২১ জানুয়ারি ২০২৬
ছন্দ হারিয়েছে ম্যানসিটি, চ্যাম্পিয়ন্স লিগে লজ্জাজনক হার
  • ২১ জানুয়ারি ২০২৬
দল বেঁধে জুলাই স্মৃতি জাদুঘরে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টা…
  • ২১ জানুয়ারি ২০২৬
চ্যাম্পিয়ন্স লিগে মোনাকোকে গোল বন্যায় ভাসাল রিয়াল মাদ্রিদ
  • ২১ জানুয়ারি ২০২৬
জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের নির্মূল করা হবে: র‍্যাব মহাপরিচ…
  • ২১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9