কম্বোডিয়ায় এফ-১৬ যুদ্ধবিমান দিয়ে হামলা চালাল থাইল্যান্ড
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৫ জুলাই ২০২৫, ০৮:৪২ AM , আপডেট: ২৫ জুলাই ২০২৫, ০৭:০৬ PM
পুরনো সীমান্ত দ্বন্দ্বে আবারও রক্তাক্ত রূপ নিল দক্ষিণ-পূর্ব এশিয়ায়। বৃহস্পতিবার (২৪ জুলাই) থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে ভয়াবহ সংঘর্ষে কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অধিকাংশই বেসামরিক নাগরিক। গোলাগুলির পাল্টাপাল্টি এই সংঘাতে এফ-১৬ যুদ্ধবিমান দিয়ে কম্বোডিয়ায় বোমা বর্ষণ করেছে থাই বাহিনী।
দীর্ঘদিনের বিতর্কিত সীমান্ত অঞ্চল ‘এমারেল্ড ট্রায়াঙ্গল’ ঘিরেই এই নতুন উত্তেজনার সূচনা। আজ (শুক্রবার) সকালে দুই দেশের বাহিনীর মধ্যে গোলাগুলি শুরু হয় সীমান্তের তা মোয়ান থম মন্দির এলাকায়। একে অপরের বিরুদ্ধে আগ্রাসনের অভিযোগ তুলেছে দুই দেশ। থাইল্যান্ডের দাবি, কম্বোডিয়ার ড্রোন নজরদারির জবাবে সংঘাত শুরু হয়। অন্যদিকে, কম্বোডিয়ার অভিযোগ—চুক্তি লঙ্ঘন করে থাই বাহিনী মন্দির এলাকায় ঢুকে পড়ে।
থাইল্যান্ডের তিনটি সীমান্তবর্তী প্রদেশ—সুরিন, উবন রাতচাথানি ও শ্রিসাকেতে বিস্ফোরণে ১১ জন বেসামরিক নাগরিক ও একজন সেনাসদস্য নিহত হয়েছেন বলে জানান দেশটির স্বাস্থ্যমন্ত্রী সমসাক থেপসুথিন। আহত হয়েছেন আরও অন্তত ৩১ জন। তবে কম্বোডিয়ার পক্ষ থেকে এখনো কোনো হতাহতের তথ্য জানানো হয়নি।
সংঘাতের তীব্রতা বাড়ায় নিজেদের ভূখণ্ডে দুটি বোমা ফেলার কথা স্বীকার করেছে কম্বোডিয়া। থাই সেনাবাহিনীর এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, তাদের একটি এফ-১৬ যুদ্ধবিমান কম্বোডিয়ার সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানে।
সংঘাত শুরুর পরপরই সীমান্ত এলাকা থেকে হাজারো মানুষকে সরিয়ে নিতে শুরু করে উভয় দেশ।