শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে দফায় দফায় বৈঠক ঢাকার
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ১০:০১ AM , আপডেট: ১২ জুলাই ২০২৫, ০৮:৪২ AM
শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে দফায় দফায় বৈঠক ঢাকার। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান শুল্ক আলোচনার দ্বিতীয় দফার প্রথম দিনের বৈঠক শেষ হয়েছে ওয়াশিংটন ডিসিতে। বুধবার (বাংলাদেশ সময়) রাতে কয়েক ঘণ্টাব্যাপী বৈঠক শেষে উভয়পক্ষ আগামীকাল বৃহস্পতিবার রাত ৯টায় (বাংলাদেশ সময়) আবারও আলোচনায় বসবে। শুক্রবারও আলোচনা চলবে বলে জানা গেছে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, বৈঠকটি অত্যন্ত বিস্তৃত ছিল এবং এতে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কের প্রায় সব গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় উঠে আসে।
আরও পড়ুন: ‘শাপলা’ প্রতীক পাচ্ছে না এনসিপি
বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তার সঙ্গে ছিলেন প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং আইসিটি ও টেলিযোগাযোগবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব, যারা ঢাকা থেকে ভার্চুয়ালি আলোচনায় অংশ নেন। এ ছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কৃষি, জ্বালানি, বাণিজ্য ও কপিরাইট–বিষয়ক সংস্থাগুলোর জ্যেষ্ঠ কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।
দ্বিপাক্ষিক শুল্ক ইস্যুতে আলোচনাগুলো কার্যকর ও ফলপ্রসূ হবে বলে উভয়পক্ষ আশাবাদ ব্যক্ত করেছে।