ভয়াবহ দুর্যোগের কবলে ভারত

হিমাচল প্রদেশ
হিমাচল প্রদেশ  © সংগৃহীত

টানা ভারী বর্ষণের কারণে সৃষ্টি হওয়া আকস্মিক বন্যা ও ভূমিধসে ভারতের হিমাচল প্রদেশে প্রাণ হারিয়েছেন অন্তত ৬৩ জন, নিখোঁজ রয়েছেন আরও অনেকে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (৪ জুলাই) পর্যন্ত রাজ্যের বিভিন্ন এলাকায় এই দুর্যোগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, রাজ্যের সব জেলায় সোমবার (৭ জুলাই) পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় প্রশাসন বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার আহ্বান জানাচ্ছে। গত ২০ জুন মৌসুমি বায়ু হিমাচল প্রদেশে প্রবেশ করে, যা প্রতিবছরের মতো এবারও ব্যাপক ধ্বংসের কারণ হয়েছে। সর্বশেষ পাওয়া তথ্য অনুসারে, শুধু মান্ডি জেলায় ১৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া কাংড়া জেলায় ১৩ জন, চাম্বায় ৬ জন এবং শিমলায় ৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

বিশেষভাবে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে মান্ডির থুনাগ ও বাগসায়েদ, যা প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বিরোধীদলীয় নেতা জয়রাম ঠাকুরের নির্বাচনী এলাকা। মান্ডির কারসোগ ও ধর্মপুর এলাকাতেও বড় ধ্বংসের খবর পাওয়া গেছে। এখন পর্যন্ত মান্ডি জেলা থেকেই অন্তত ৪০ জন নিখোঁজ রয়েছেন। বিলাসপুর, হামিরপুর, কিন্নৌর, কুল্লু, লাহুল স্পিতি, সিরমাউর, সোলান ও উনা থেকেও মৃত্যুর খবর পাওয়া গেছে। রাজ্যজুড়ে আহত হয়েছেন শতাধিক মানুষ। হিমাচল প্রদেশে এ দুর্যোগে ৪০০ কোটি টাকারও বেশি সম্পত্তির ক্ষতি হয়েছে বলে জানিয়েছে রাজ্য সরকার। বিশেষ করে মান্ডি জেলায় এখনো চলছে ত্রাণ, উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম।

রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বিশেষ সচিব ডিসি রানা বলেন, এখন পর্যন্ত প্রাথমিকভাবে ৪০০ কোটি টাকার ক্ষতির তথ্য পাওয়া গেছে। তবে প্রকৃত ক্ষতির পরিমাণ সম্ভবত আরও বেশি। আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে উদ্ধার, অনুসন্ধান এবং পরিস্থিতি পুনরুদ্ধার করা।

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, শুধু হিমাচল নয়, বর্ষায় ক্ষতিগ্রস্ত গুজরাট, রাজস্থান, উত্তরাখণ্ড ও ছত্তিশগড় রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন তিনি। এসব রাজ্যে এনডিআরএফ দল মোতায়েন করা হয়েছে এবং প্রয়োজনে আরও লোকবল পাঠানো হবে বলেও আশ্বাস দেন তিনি।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence