গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির শর্তে রাজি ইসরায়েল: ডোনাল্ড ট্রাম্প

০২ জুলাই ২০২৫, ১০:১৬ AM , আপডেট: ০৪ জুলাই ২০২৫, ০৭:৩৬ PM
যুদ্ধবিধ্বস্ত গাজা

যুদ্ধবিধ্বস্ত গাজা © সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ফিলিস্তিনের গাজা উপত্যকায় ৬০ দিনের যুদ্ধবিরতি চুক্তির জন্য প্রয়োজনীয় শর্তগুলোতে ইসরায়েল রাজি হয়েছে। আজ বুধবার (২ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি।

নিজ মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, তার প্রতিনিধিরা ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে এক ‘দীর্ঘ ও ফলপ্রসূ বৈঠক’করেছেন।

তিনি লেখেন, ইসরায়েল ৬০ দিনের যুদ্ধবিরতির জন্য প্রয়োজনীয় শর্তগুলোতে রাজি হয়েছে, এই সময়ে আমরা সব পক্ষের সঙ্গে কাজ করব যুদ্ধ বন্ধ করার জন্য।
ট্রাম্প আরও বলেন, যুদ্ধবিরতির আলোচনায় মধ্যস্থতাকারী কাতার ও মিশর ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের কাছে ‘চূড়ান্ত প্রস্তাব’পৌঁছে দেবে।

তিনি হামাসের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমি আশা করি, মধ্যপ্রাচ্যের মঙ্গলের জন্য হামাস এই চুক্তি গ্রহণ করবে, কারণ এর চেয়ে ভালো কিছু সম্ভব নয়, নইলে পরিস্থিতি আরও খারাপই হবে।

এর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, তিনি আশা করছেন আগামী সপ্তাহেই গাজায় যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন হবে।

তিনি আরও জানান, আগামী সপ্তাহে ওয়াশিংটনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে তিনি গাজা ও ইরান ইস্যুতে আলোচনা করবেন।

ট্রাম্প বলেন, তিনি (নেতানিয়াহু) এখানে আসছেন। আমরা অনেক বিষয়ে কথা বলব। ইরান ইস্যুতে আমাদের যেটা সফলতা ছিল, সেটিও আলোচনা হবে। পাশাপাশি গাজা নিয়েও আলোচনা করব।

গণভোটের প্রচারণায় ২৩৮ আসনে প্রার্থী ঘোষণা এনসিপি’র
  • ২৩ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতৃত্বাধীন জোটে যুক্ত হচ্ছে আরও একটি দল!
  • ২৩ জানুয়ারি ২০২৬
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে স্বরস্বতী পূজা উদযাপিত
  • ২৩ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের ব্যতিক্রমী নির্বাচনী জনসভা
  • ২৩ জানুয়ারি ২০২৬
এবার শাকসু নির্বাচনে এজিএস প্রার্থীর পদ স্থগিত করল ছাত্রদল
  • ২৩ জানুয়ারি ২০২৬
দেশের প্রত্যেক সেক্টরে নারীরা কাজ করবেন : জামায়াত আমির
  • ২৩ জানুয়ারি ২০২৬