আমেরিকাকে আমরা চপেটাঘাত দিয়েছি: খামেনি
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৬ জুন ২০২৫, ০৫:২৮ PM , আপডেট: ২৭ জুন ২০২৫, ০৪:১০ PM
এক টেলিভিশন বার্তায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি দাবি করেছেন, ‘জায়নিস্ট শাসন (ইসরায়েল) প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের হামলার নিচে চূর্ণ-বিচূর্ণ হয়ে পড়েছিল।’
তিনি আরও বলেন, ‘আমেরিকার মুখে আমরা চপেটাঘাত দিয়েছি। যুক্তরাষ্ট্র শুধু তখনই যুদ্ধে হস্তক্ষেপ করেছে, যখন তারা অনুভব করেছে—যদি কিছু না করে, তাহলে ইসরায়েল সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে।’
খামেনি দাবি করেন, ‘ইরানের শক্তিশালী প্রতিরোধ ও হামলায় জায়নিস্ট শাসন কার্যত ভেঙে পড়েছিল।’
বিশ্লেষকরা মনে করছেন, খামেনির এই বক্তব্য মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ আরও চড়াতে পারে। তবে অনেকেই এটিকে মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ বলেও উল্লেখ করছেন।