সপরিবারে বাঙ্কারে আশ্রয় নিয়েছেন আয়াতুল্লাহ খামেনি
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৭ জুন ২০২৫, ০৭:১৯ PM , আপডেট: ১৮ জুন ২০২৫, ১০:২১ AM
স্বপরিবারে ভূগর্ভস্থ বাঙ্কারে আশ্রয় নিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। একাধিক গোপন সূত্রের বরাতে এমন তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। প্রতিবেদনে বলা হয়েছে, তিনি অবস্থান করছেন তেহরানের উত্তরাঞ্চলীয় কোনো এক গোপন-সুরক্ষিত স্থানে।
আরও বলা হয়েছে, শুক্রবার (১৩ জুন) থেকে তেহরানের অপারেশন ট্রু প্রমিস থ্রি শুরু হওয়ার পর থেকেই ছেলে মোজতাবা এবং পরিবারের অন্যান্য সদস্যসহ নিরাপদ জায়গায় সরিয়ে নেয়া হয় আয়াতুল্লাহ খামেনিকে। তবে অপর দুই সন্তান মাসুদ এবং মোস্তফাকে দেখা যায়নি তার সাথে।
এর আগে, গত বছর ইসরায়েলে পরিচালিত দুই অভিযানের সময়েও বাঙ্কারে সরিয়ে নেয়া হয় ধর্মীয় এ নেতাকে।
প্রসঙ্গত, গত ১৩ জুন ভোর সাড়ে ৪ টার দিকে ইরানে ইসরায়েলি বিমান বাহিনীর অভিযানের মধ্যে দিয়ে শুরু হয় ইরান-ইসরায়েল সংঘাত। এখনও এই সংঘাত চলছে এবং ইতোমধ্যে এতে উভয় দেশের প্রায় ৩০০ মানুষ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও প্রায় ১ হাজার জন।