ইরানের রাজধানী তেহরানে নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের বিমান বাহিনী। ইসরায়েলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, তারা ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে ‘ধারাবাহিক হামলা’ চালাচ্ছে। খবর বিবিসি বাংলার
বিবৃতিতে আরও বলা হয়, এ হামলা ইরানের রাজধানী তেহরানে কেন্দ্রীয়ভাবে চালানো হচ্ছে, যেখানে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং আকাশে ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে।
এদিকে ইরানি গণমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে বিস্ফোরণের পর ধোঁয়ার দৃশ্য স্পষ্ট দেখা যাচ্ছে। ভিডিও প্রকাশের পরপরই ইসরায়েল হামলার দায় স্বীকার করে বিবৃতি দেয়। এ মুহূর্তে তেহরানের আকাশপথে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানা গেছে।
তবে এ হামলায় এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে আন্তর্জাতিক মহল।
এর আগে সোমবার ইসরায়েলের বিরুদ্ধে নতুন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এ তথ্য নিশ্চিত করে। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, এই হামলার তরঙ্গ চালানো হয়েছে উন্নত কৌশলে এবং বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে।