মার্কিন হামলার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের, শাসনব্যবস্থা পরিবর্তনের সতর্কবার্তা ট্রাম্পের

২৩ জুন ২০২৫, ১২:৩০ PM , আপডেট: ২৩ জুন ২০২৫, ০৫:৫৩ PM
আয়াতুল্লাহ খামেনি (বাঁয়ে) ও ডোনাল্ড ট্রাম্প

আয়াতুল্লাহ খামেনি (বাঁয়ে) ও ডোনাল্ড ট্রাম্প © সংগৃহীত

ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। এ ঘটনায় তেহরান কঠোর প্রতিশোধের অঙ্গীকার করেছে, অন্যদিকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের শাসনব্যবস্থা পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন—যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

স্থানীয় সময় রোববার রাতে ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, "‘শাসক পরিবর্তন’ শব্দবন্ধটি ব্যবহার করা রাজনৈতিকভাবে সঠিক নয়। কিন্তু ইরানের বর্তমান শাসনব্যবস্থা যদি ইরানকে আবার মহান করতে না পারে, তাহলে শাসক পরিবর্তন হবে না কেন??? এমআইজিএ!!!" (এমআইজিএ—Make Iran Great Again)

এই মন্তব্য এমন সময় এল, যখন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তারা বারবার জোর দিয়ে বলেছেন, ইরানে হামলার উদ্দেশ্য কোনওভাবেই শাসন পরিবর্তন নয়। হেগসেথ পেন্টাগনে সাংবাদিকদের বলেন, "এই মিশনের লক্ষ্য কখনোই শাসন পরিবর্তন ছিল না, এখনও নয়।"

অন্যদিকে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ইসরায়েল এবং এর মিত্রদের বিরুদ্ধে কঠোর প্রতিশোধের ঘোষণা দিয়েছেন। এক্স-এ দেওয়া বিবৃতিতে তিনি বলেন, "জায়নবাদী শত্রু এক গুরুতর অপরাধ করেছে। এর শাস্তি তাকে পেতেই হবে এবং সে শাস্তি পাচ্ছেও।" তিনি আরও জানান, এই প্রতিশোধ চলমান রয়েছে এবং তা অব্যাহত থাকবে।

এর মধ্যে ইরানের পার্লামেন্ট হরমুজ প্রণালি সাময়িকভাবে বন্ধ করে দেওয়ার অনুমোদন দিয়েছে, যার ফলে তেলের আন্তর্জাতিক বাজারে ব্যাপক প্রভাব পড়েছে। ব্রেন্ট ও ডব্লিউটিআই—দুই প্রধান সূচকের দামই ৪ শতাংশের বেশি বেড়ে জানুয়ারির পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যায়। সূত্র: বিবিসি ও আল জাজিরা

সনাতন ধর্মাবলম্বী-বিএনপি নেতাকর্মীসহ দুই শতাধিক লোকের জামায়…
  • ২৪ জানুয়ারি ২০২৬
চাঁদপুরে আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক গ্রেপ্তার
  • ২৪ জানুয়ারি ২০২৬
সন্ত্রাস-চাঁদাবাজ ছাড়া সবাইকে ১০ দলীয় জোটে আসার আহ্বান হান্…
  • ২৪ জানুয়ারি ২০২৬
সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা
  • ২৪ জানুয়ারি ২০২৬
গণঅধিকার পরিষদের এক প্রার্থীর মনোনয়ন পুনর্বহাল
  • ২৪ জানুয়ারি ২০২৬
ফজলুর রহমানের নির্বাচনী জনসভায় চেয়ার ছোড়াছুড়ি
  • ২৪ জানুয়ারি ২০২৬