ইরানে মার্কিন হামলার পর আবার আকাশসীমা বন্ধ করল ইসরায়েল
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২২ জুন ২০২৫, ১০:১৪ AM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৪:১৭ PM
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইসরায়েল তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। রোববার (২২ জুন) সকালে ইরানে মার্কিন বোমা হামলার পর ইসরায়েলের বিমানবন্দর কর্তৃপক্ষ এ দিয়েছে।
সাম্প্রতিক ঘটনার কারণে ইসরায়েলের আকাশসীমায় প্রবেশ ও প্রস্থানের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে। তবে মিসরের সঙ্গে স্থল ক্রসিং পয়েন্ট এবং জর্ডানের সঙ্গে স্বাভাবিকভাবে চলছে।
গত ১৩ জুন ইসরায়েল ইরানে বোমা হামলা অভিযান শুরু করার পর প্রাথমিকভাবে তার আকাশসীমা বন্ধ করে দিয়েছিল কিন্তু শুক্রবার বিদেশে আটকে পড়া ইসরায়েলি নাগরিকদের ফিরিয়ে আনার জন্য পুনরায় খুলে দিয়েছে।
আরও পড়ুন : শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি বন্ধ করবে না ইরান : প্রেসিডেন্ট
ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পরমাণু কেন্দ্রে যুক্তরাষ্ট্র সফলভাবে হামলা চালিয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (২১ জুন) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, ফর্দো, নাতানজ ও ইসফাহান কেন্দ্রগুলোতে হামলা হয়েছে এবং অংশগ্রহণকারী সব যুদ্ধবিমান ইতোমধ্যে ইরানের আকাশসীমা ত্যাগ করেছে।
ট্রাম্প আরও দাবি করেন, ইরানের ফর্দো পরমাণু স্থাপনার ২৬২ ফুট গভীরে বিস্ফোরক হামলা চালানো হয়েছে এবং অভিযানে ব্যবহৃত বিমানগুলো যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছে।
হামলার পর নেতানিয়াহু বলেন, গত ১৩ জুন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী যে অভিযান শুরু করেছিল, তা যুক্তরাষ্ট্র এখন সম্পূর্ণ করে ফেলেছে। নেতানিয়াহু বলেন, “অভিযানের শুরুতেই আমি আপনাদের বলেছিলাম— ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস হবে, যেভাবেই হোক। আমি সেই প্রতিশ্রুতি রেখেছি।”