তিন ধর্মীয় নেতাকে উত্তরসূরি হিসেবে বেছে নিলেন খামেনি

২২ জুন ২০২৫, ০২:২৪ AM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৪:১৭ PM
আয়াতুল্লাহ আলী খামেনি

আয়াতুল্লাহ আলী খামেনি © সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দেশের ভবিষ্যৎ নেতৃত্ব নিশ্চিত করতে অস্বাভাবিক এক সিদ্ধান্ত নিয়েছেন। তিনি তিনজন জ্যেষ্ঠ ধর্মীয় নেতার নাম নিজের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে মনোনয়ন করেছেন। ইরানের অভ্যন্তরীণ এক কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে প্রাণনাশের আশঙ্কা বিবেচনায় নিয়ে খামেনি এ সিদ্ধান্ত গ্রহণ করেন।

জানা গেছে, এসব প্রস্তাবিত নাম এখন 'অ্যাসেম্বলি অব এক্সপার্টস'-এর কাছে হস্তান্তর করা হবে। এই ধর্মীয় সংস্থাটি ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্ব পালন করে থাকে। সাধারণত এই প্রক্রিয়া কয়েক মাস সময় নিয়ে সম্পন্ন হয়। তবে বর্তমান যুদ্ধাবস্থা ও অনিশ্চয়তা বিবেচনায় এবার দ্রুততার সঙ্গে পদক্ষেপ নেওয়া হচ্ছে।

কর্মকর্তারা বলছেন, ক্ষমতা হস্তান্তরের সময় যেন কোনো বিশৃঙ্খলা না হয়, সে কারণে খামেনি আগেভাগেই উত্তরসূরি বেছে নেওয়ার উদ্যোগ নিয়েছেন। এতে করে দেশব্যাপী শৃঙ্খলা বজায় রাখা সহজ হবে বলেও মনে করা হচ্ছে।

উল্লেখযোগ্য বিষয় হলো, খামেনির মনোনীত প্রার্থীদের তালিকায় তাঁর ছেলে মোজতাবা খামেনির নাম নেই—যা রাজনৈতিক মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে। সূত্র: নিউইয়র্ক টাইমস

 

 

 

জাবিতে গণধিকার পরিষদের এমপি প্রার্থীর পূজা মণ্ডপ পরিদর্শন
  • ২৪ জানুয়ারি ২০২৬
বিএনপি অফিসের আলোকসজ্জার ছবি তোলায় জামায়াতের নির্বাচনী সভায়…
  • ২৪ জানুয়ারি ২০২৬
১০ টাকা কেজি চাল, ঘরে ঘরে চাকরি আর ফ্যামিলি কার্ডের মত প্রত…
  • ২৪ জানুয়ারি ২০২৬
ভোট ইঞ্জিনিয়ারিং করে নির্বাচন বানচাল করলে জনগণ প্রতিহত করবে…
  • ২৪ জানুয়ারি ২০২৬
এনসিপির ১০ দিনের নির্বাচনী পদযাত্রা শুরু রবিবার
  • ২৪ জানুয়ারি ২০২৬
এনসিপির জেলা আহ্বায়ককে দল থেকে অব্যাহতি
  • ২৪ জানুয়ারি ২০২৬