নেতানিয়াহুর লক্ষ্য আজীবন ক্ষমতা, ইরান যুদ্ধ তার উপায়: বিল ক্লিনটন

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন  © ফাইল ফটো

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অনেক দিন ধরেই ইরানের সঙ্গে যুদ্ধ চান, যাতে তিনি আজীবন ক্ষমতায় থাকতে পারেন বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন। তিনি বলেন, “নেতানিয়াহু অনেক আগে থেকেই ইরানের সঙ্গে যুদ্ধ করতে চাচ্ছিলেন। কারণ, এর মাধ্যমে তিনি চিরকাল ক্ষমতায় থাকতে পারবেন। আমার মনে হয়, গত ২০ বছরের বেশির ভাগ সময়ই তিনি ক্ষমতায় আছেন।”

‘দ্য ডেইলি শো’ নামের এক টেলিভিশন অনুষ্ঠানে এসব কথা বলেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট।

অনুষ্ঠানে ক্লিনটন জানান, তিনি যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আহ্বান জানিয়েছিলেন যেন তিনি ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান সংঘাত নিরসনে কার্যকর ভূমিকা নেন এবং দুই দেশের সাধারণ মানুষের ওপর হামলা ও হত্যাকাণ্ড বন্ধে উদ্যোগ নেন।

তার ভাষায়, “আমার মনে হয়, আমাদের উচিত এই উত্তেজনাকর পরিস্থিতি প্রশমিত করা। আমি আশা করি, প্রেসিডেন্ট ট্রাম্প তা করবেন।”

ডেমোক্র্যাটদলীয় এই সাবেক প্রেসিডেন্ট বলেন, তিনি মনে করেন না যে নেতানিয়াহু বা ট্রাম্প কেউই পুরো অঞ্চলে একটি বিপর্যয়কর যুদ্ধ শুরু করতে চান। তবে একই সঙ্গে তিনি সবাইকে সংযম দেখানোর আহ্বান জানান।

বিল ক্লিনটন বলেন, “আমাদের মধ্যপ্রাচ্যের বন্ধুদের বোঝাতে হবে যে, আমরা তাদের পাশে আছি এবং তাদের সুরক্ষা দেওয়ার চেষ্টা করব। কিন্তু ঘোষণা না দিয়ে এমন যুদ্ধ শুরু করা, যেখানে রাজনীতির সঙ্গে জড়িত নন এমন সাধারণ মানুষ হন প্রধান ভুক্তভোগী—এটা কোনো ভালো সমাধান নয়। সাধারণ মানুষ শুধু শান্তিতে বাঁচতে চান।”

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র এখনো ইরান-ইসরায়েল সংঘাতে সরাসরি জড়ায়নি। তবে তারা ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থায় সহায়তা দিয়েছে এবং সামরিক সরঞ্জামও সরবরাহ করেছে।

 


সর্বশেষ সংবাদ