ইরানে আংশিকভাবে চালু হলো ইন্টারনেট, করতে পারছেন প্রিয়জনদের সঙ্গে যোগাযোগ

২১ জুন ২০২৫, ০৫:৫৫ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৯:৩৬ AM
ইরানের একটি ইন্টারনেট ক্যাফেতে

ইরানের একটি ইন্টারনেট ক্যাফেতে © সংগৃহীত

বেশ কয়েকদিন বিচ্ছিন্ন থাকার পর অবশেষে ইরানের সাধারণ মানুষ আবারও প্রিয়জনদের সঙ্গে যোগাযোগ করার সুযোগ পাচ্ছেন। দেশজুড়ে কিছুটা ইন্টারনেট সংযোগ ফিরিয়ে দেওয়া হয়েছে, ফলে দীর্ঘদিন পর অনেকেই পরিবার ও বন্ধুদের সঙ্গে কথা বলতে পারছেন। খবর আল জারিরার।

ইরানের নিউজ এজেন্সি তাসনিম নিউজের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, দেশটির তথ্যমন্ত্রী জানিয়েছেন আজ রাত ৮টার মধ্যে ‘আন্তর্জাতিক’ইন্টারনেট সংযোগ সম্পূর্ণরূপে ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে।

এদিকে, বিদেশে থাকা ইরানি প্রবাসীরা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অনুভূতির কথা জানিয়ে বলছেন, তারা এখন ভিডিও কলের মাধ্যমে ফেসটাইম বা হোয়াটসঅ্যাপে দীর্ঘদিনের উদ্বেগের পর স্বজনদের মুখ দেখতে পারছেন।

সপ্তাহের শুরুতে ইসরায়েলি সাইবার হুমকির কথা উল্লেখ করে ইরানি কর্তৃপক্ষ প্রায় ৯ কোটিরও বেশি নাগরিকের জন্য মোবাইল ও ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়। এর ফলে সাধারণ মানুষ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েন, এমনকি ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার সময় কোথায় আঘাত হেনেছে, বা তাঁদের স্বজনরা নিরাপদ কিনা তা জানতেও সময় লেগে যায় ঘণ্টার পর ঘণ্টা, কখনও বা দিন।

ইন্টারনেট বন্ধের ফলে যেসব পরিবার আক্রান্ত এলাকায় ছিলেন, তাদের সঙ্গে দূর থেকে যোগাযোগ ছিল অসম্ভব। এখন ধীরে ধীরে সংযোগ ফিরতে থাকায় কিছুটা স্বস্তি ফিরছে জনমনে।

আজ থেকে ২৪ ঘণ্টা কম থাকবে গ্যাসের চাপ
  • ২৪ জানুয়ারি ২০২৬
আজ ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৪ জানুয়ারি ২০২৬
ওয়াশরুমের কথা বলে পালালেন পুলিশ পাহারায় থাকা চিকিৎসাধীন আসা…
  • ২৪ জানুয়ারি ২০২৬
সনাতন ধর্মাবলম্বী-বিএনপি নেতাকর্মীসহ দুই শতাধিক লোকের জামায়…
  • ২৪ জানুয়ারি ২০২৬
চাঁদপুরে আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক গ্রেপ্তার
  • ২৪ জানুয়ারি ২০২৬
সন্ত্রাস-চাঁদাবাজ ছাড়া সবাইকে ১০ দলীয় জোটে আসার আহ্বান হান্…
  • ২৪ জানুয়ারি ২০২৬