বাংলাদেশ, চীন ও পাকিস্তানের ত্রিপক্ষীয় নতুন জোট, যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনে সম্মতি

২১ জুন ২০২৫, ০৯:৪৯ AM , আপডেট: ২১ জুন ২০২৫, ০৮:১৮ PM
বাংলাদেশ, চীন ও পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ে বৈঠক

বাংলাদেশ, চীন ও পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ে বৈঠক © সংগৃহীত

চীনের ইউনান প্রদেশের কুনমিং শহরে বাংলাদেশ, চীন ও পাকিস্তানের মধ্যে পররাষ্ট্রসচিব পর্যায়ের ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে তিন দেশই একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের বিষয়ে সম্মত হয়েছে।

শুক্রবার (২০ জুন) অনুষ্ঠিত এই বৈঠকে চীনের পক্ষে উপ-পররাষ্ট্রমন্ত্রী সান ওয়েইডং, বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রুহুল আলম সিদ্দিক, এবং পাকিস্তানের অতিরিক্ত পররাষ্ট্রসচিব ইমরান আহমেদ সিদ্দিকী সরাসরি অংশ নেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকের প্রথম পর্বে যুক্ত হন পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বেলুচ।

বৈঠক শেষে এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ত্রিপক্ষীয় এই উদ্যোগ দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে চীনের সম্পর্ককে আরও গভীর করার সুযোগ এনে দিয়েছে। বৈঠকে জনকেন্দ্রিক উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা এবং আঞ্চলিক স্থিতিশীলতার ওপর গুরুত্বারোপ করা হয়। বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, ডিজিটাল অর্থনীতি, পরিবেশ সুরক্ষা, সামুদ্রিক বিজ্ঞান, সবুজ অবকাঠামো, শিক্ষা ও সংস্কৃতি এই সব খাতে পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করতে পাকিস্তান প্রস্তুত।”

বৈঠকে অংশগ্রহণকারী তিনটি দেশই একমত হয়েছে যে, সহযোগিতা পরিচালিত হবে উন্মুক্ততা, অন্তর্ভুক্তি, ভালো প্রতিবেশিতা, পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাসের ভিত্তিতে। সব পক্ষই জয়-জিত (win-win) দৃষ্টিভঙ্গি নিয়ে অগ্রসর হতে প্রতিশ্রুতিবদ্ধ।

পে স্কেলের প্রজ্ঞাপন জারি না করলে আন্দোলন ছড়িয়ে পড়বে: আজিজি
  • ২৪ জানুয়ারি ২০২৬
মেঘনায় জেলেদের জালে ধরা পড়ল ৪০ কেজির বিরল প্রজাতির কচ্ছপ
  • ২৪ জানুয়ারি ২০২৬
ঢাকায় শীত নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের
  • ২৪ জানুয়ারি ২০২৬
ময়মনসিংহে গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ
  • ২৪ জানুয়ারি ২০২৬
শ্রীপুরে সালিশি বৈঠকে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, নারীসহ গ…
  • ২৪ জানুয়ারি ২০২৬
ইবিতে জাতীয় ছাত্রশক্তির হ্যাঁ ভোটের প্রচারণা
  • ২৪ জানুয়ারি ২০২৬