রাবিতে ছাত্রজোটের মিছিলে শিবিরের হামলার নিন্দা ও প্রতিবাদ জানালেন আব্দুল কাদের
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৮ মে ২০২৫, ০১:২৭ AM , আপডেট: ২৮ মে ২০২৫, ০৫:৩০ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গণতান্ত্রিক ছাত্রজোটের পূর্বঘোষিত কর্মসূচিতে ছাত্রশিবিরের হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানালেন গণতান্ত্রিক ছাত্রসংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার আহ্বায়ক ও সাবেক সমন্বয়ক আব্দুল কাদের। নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেছেন, বলেছেন, রাবিতে গণতান্ত্রিক ছাত্রজোটের পূর্বঘোষিত কর্মসূচিতে ছাত্রশিবিরের হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। প্রতিবাদ জানানো, কর্মসূচি পালন করা ব্যক্তি-সংগঠনের সাংবিধানিক অধিকার। সাংবিধানিক অধিকার ক্ষুন্ন করা, ভিন্নমতকে জোরপূর্বক রুখে দেওয়া ফ্যাসিবাদী কালচার।
বুধবার (২৮ মে) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে এসব কথা বলেন আব্দুল কাদের।
তিনি ওই স্ট্যাটাসে আরও বলেন, বিগতদিনে ফ্যাসিস্টের দোসর ছাত্রলীগ ক্যাম্পাসগুলোতে এমন জোরপূর্বক ভিন্নমতকে দমন করত, দমন-নিপীড়ন চালাত, ভিন্নমতকে বিন্দুমাত্র স্পেস দিত না। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা ছাত্রলীগকে হটিয়েছি, ক্যাম্পাসগুলো থেকে ফ্যাসিবাদী কালচারকে উৎখাত করেছি। আজকে শিবির যেটা করেছে, সেটা গণঅভ্যুত্থানের স্পিরিটের সাথে পুরাপুরি সাংঘর্ষিক। শিক্ষাঙ্গনে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতের পথে অন্তরায়।
তিনি আরও বলেছেন, ছাত্রসংগঠনগুলো তাদের আগের কালচারে ফিরে না যাক, মাজলুমরা নতুন করে জালেম হয়ে না উঠুক, আগ্রাসী হয়ে না উঠুক, অসহিষ্ণু হয়ে না উঠুক, শিক্ষাঙ্গনে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত না করুক, শিক্ষাঙ্গনের সুষ্ঠু পরিবেশ নষ্ট না করুক, এটাই আমাদের আহবান থাকবে।