যুক্তরাষ্ট্রে অর্থপাচারের দায়ে ভারতীয় শিক্ষার্থীর ৫ বছরের কারাদণ্ড
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২০ জুন ২০২৫, ১১:০৫ AM , আপডেট: ২০ জুন ২০২৫, ০৮:৩৫ PM

যুক্তরাষ্ট্রের শিক্ষার্থী ভিসায় দেশটিতে বসবাসকারী এক ভারতীয় শিক্ষার্থীকে অর্থপাচারের অভিযোগে দোষী সাব্যস্ত করে পাঁচ বছর তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (১৮ জুন) স্থানীয় সময় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির বিচার বিভাগ।
বিবৃতিতে বলা হয়, গুজরাটের নবসারি জেলার ২০ বছর বয়সী কিশন রাজেশকুমার প্যাটেলকে ৬৩ মাস কারাদণ্ড দেওয়া হয়েছে। এ প্রতারণা চক্র অনলাইনে বিভিন্ন ফিশিং কৌশল ব্যবহার করে এবং মার্কিন সরকারি কর্মকর্তার পরিচয়ে প্রতারণা করে। প্যাটেল এই প্রতারণার মাধ্যমে সংগ্রহ করা নগদ ও স্বর্ণের একটি অংশ চক্রের অন্য সদস্যদের কাছে পৌঁছে দেয় এবং বাকিটা নিজের জন্য রেখে দেয়।
বিচার বিভাগের মতে, প্যাটেল ২০২৪ সালের জুলাই থেকে আগস্টের মধ্যে অনলাইন ফিশিং এবং সরকারি কর্মকর্তার ছদ্মবেশে প্রতারণামূলক উপায়ে বয়স্ক মার্কিন নাগরিকদের কাছ থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ ও স্বর্ণ সংগ্রহে সহায়তা করে।
তদন্তে জানা গেছে, এই চক্র অন্তত ২৫ জন ভুক্তভোগীর কাছ থেকে প্রতারণা করে যার ক্ষতির পরিমাণ ২৬ লাখ ৯৪ হাজার ১৫৬ মার্কিন ডলার। ২০২৪ সালের ২৪ আগস্ট গ্রানাইট শোর্স পুলিশ বিভাগ প্যাটেলকে গ্রেপ্তার করে।
যুক্তরাষ্ট্রের টেক্সাস পশ্চিমাঞ্চলের অ্যাটর্নি জাস্টিন সিমন্স বলেন, অভিযুক্ত ব্যক্তি শিক্ষার্থী ভিসার সুযোগ নিয়ে একটি আন্তর্জাতিক প্রতারণা চক্রে জড়িয়ে পড়েছিলেন। তিনি নিজেকে মার্কিন সরকারি কর্মকর্তা পরিচয়ে নিরীহ নাগরিকদের ভয়ভীতি দেখিয়ে তাদের কাছ থেকে লক্ষাধিক ডলার হাতিয়ে নিয়েছেন। টেক্সাস অঙ্গরাজ্যে দায়ের করা অর্থপাচার মামলায়ও ওই ভারতীয় শিক্ষার্থীকে দোষী সাব্যস্ত করা হয়েছে।