উত্তর-পশ্চিম দিকে মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৯ জুন ২০২৫, ০৫:১৬ PM , আপডেট: ১৯ জুন ২০২৫, ০৯:০৬ PM
উত্তর কোরিয়া রাজধানী পিয়ংইয়ংয়ের সুনান এলাকা থেকে উত্তর-পশ্চিম দিকে ১০টি মাল্টিপল লঞ্চ রকেট নিক্ষেপ করেছে। বৃহস্পতিবার (১৯ জুন) সকালে তারা এ মিসাইলগুলো ছুড়ে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সকালে রাজধানী পিয়ংইয়ংয়ের সুনান থেকে উত্তর-পশ্চিম দিকে ১০টি মাল্টিলঞ্চার মিসাইল ছুড়েছে উত্তর কোরিয়া। তবে মিসাইল ছোড়ার বিষয়ে বিস্তারিত তথ্য দেয়নি দক্ষিণ কোরীয়া। দক্ষিণ কোরিয়ার দৃষ্টিতে উত্তর কোরিয়ার সামরিক বাহিনী যে ধরনের অস্ত্র ব্যবহার করে, সেগুলো সাধারণত স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুযায়ী উত্তর কোরিয়ার জন্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার নিষিদ্ধ।
তবে উত্তর কোরিয়া এসব নিষেধাজ্ঞার তোয়াক্কা করে না বলে প্রতিবেদনে জানানো হয়।