ফের শিক্ষার্থী ভিসা চালু করল যুক্তরাষ্ট্র, সোশ্যাল মিডিয়া প্রোফাইল থাকতে হবে আনলক করা

শিক্ষার্থী ভিসা চালু করল যুক্তরাষ্ট্র
শিক্ষার্থী ভিসা চালু করল যুক্তরাষ্ট্র  © সংগৃহীত

২০২৫ সালের মে মাসের শেষদিকে যুক্তরাষ্ট্র-বিরোধী মনোভাবসম্পন্ন আবেদনকারীদের ভিসা রোধে ট্রাম্প প্রশাসন সাময়িকভাবে স্টুডেন্ট ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করে। সম্প্রতি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে, তারা আবারও ‘এফ’, ‘এম’ ও ‘জে’ ক্যাটাগরির স্টুডেন্ট ভিসা অ্যাপয়েন্টমেন্ট চালু করবে। তবে এবার আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টগুলো সর্বজনীন রাখতে হবে, যাতে কঠোরভাবে যাচাই করা যায় তাদের মনোভাব।

নতুন নীতিতে জোর দেওয়া হয়েছে—আবেদনকারীর মধ্যে যুক্তরাষ্ট্র, তার সংস্কৃতি, প্রতিষ্ঠান ও মূলনীতির প্রতি বিদ্বেষ বা হুমকির মনোভাব আছে কি না, তা খতিয়ে দেখার ওপর। ব্যক্তিগত বা প্রাইভেট অ্যাকাউন্ট থাকলে সেটিকে সন্দেহের চোখে দেখা হবে বলেও সতর্ক করেছে মন্ত্রণালয়।

এছাড়া বিদেশি সন্ত্রাসী গোষ্ঠীতে জড়িত, তাদের সমর্থনকারী কিংবা ইহুদি-বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত ব্যক্তিদের চিহ্নিত করার নির্দেশও দেওয়া হয়েছে ভিসা কর্মকর্তাদের।

এই পদক্ষেপ ট্রাম্প প্রশাসনের শিক্ষা খাতে নজরদারির অংশ, যেখানে হার্ভার্ডসহ বেশ কিছু বিশ্ববিদ্যালয়কে ‘বামপন্থী’ বলে অভিযুক্ত করা হয়েছে। ইহুদি-বিরোধীতা রোধে ব্যবস্থা না নেওয়ার অভিযোগে হার্ভার্ডের ২.৬৫ বিলিয়ন ডলারের ফেডারেল অনুদানও স্থগিত করা হয়েছে।

তবে অনেক সিদ্ধান্তই আদালতে চ্যালেঞ্জের মুখে পড়েছে এবং স্থগিত হয়েছে। এর মধ্যেই ওপেন ডোর্স-এর তথ্যে দেখা যায়, ২০২৩–২৪ শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রে ১১ লাখের বেশি আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তি হয়েছে। সূত্র: খবর বিবিসি।


সর্বশেষ সংবাদ