জোটে থেকেও ইসরায়েলি হামলার নিন্দা করল না ভারত, সটকে পড়ল ৯ দেশের যৌথ বিবৃতি থেকে
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৪ জুন ২০২৫, ০৯:১৭ PM , আপডেট: ১৬ জুন ২০২৫, ০৮:৩২ PM

ইরানের ওপর ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছে ৯ দেশের আন্তর্জাতিক জোট সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও)। যদিও এই বিবৃতি থেকে নিজেকে আলাদা রেখেছে ভারত। নয়াদিল্লি জানিয়ে দিয়েছে, এসসিও-র বিবৃতি প্রণয়নে তারা অংশ নেয়নি এবং সংস্থার সঙ্গে আলোচনাতেও জড়ায়নি। এই প্রসঙ্গে ভারত স্বতন্ত্রভাবে সাত বাক্যের একটি বিবৃতি প্রকাশ করেছে, যেখানে ইসরায়েলি হামলার বিষয়ে সরাসরি কোনো নিন্দা প্রকাশ করা হয়নি।
গত শুক্রবার ইরানের পারমাণবিক কেন্দ্রসহ বিভিন্ন স্থাপনায় বিমান হামলা চালায় ইসরায়েল। পাল্টা জবাব দেয় ইরানও। টানা দু’দিন ধরে চলা সংঘর্ষের প্রেক্ষিতে এসসিও যৌথ বিবৃতি দেয়, যেখানে বলা হয়— অসামরিক স্থাপনায় হামলায় বহু সাধারণ মানুষের মৃত্যু হয়েছে, যা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের পরিপন্থী। বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের হামলা ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি।
এসসিও-র বিবৃতিতে সদস্য রাষ্ট্রগুলো ইরানের পরমাণু কর্মসূচিকে ঘিরে উত্তেজনার শান্তিপূর্ণ, রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের পক্ষে মত দেয় এবং ইরান সরকার ও জনগণের প্রতি সমবেদনা জানায়। সংগঠনের সদস্য দেশগুলোর মধ্যে রয়েছে ভারত, ইরান, চীন, রাশিয়া, পাকিস্তান, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তান।
এদিকে, ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা আগেই নিজের অবস্থান স্পষ্ট করেছে এবং সেটা এখনও অপরিবর্তিত রয়েছে। বিবৃতিতে বলা হয়, ইসরায়েল ও ইরানকে কূটনৈতিক উপায়ে সমস্যার সমাধান খুঁজে পেতে হবে এবং সংঘর্ষ এড়িয়ে আলোচনার পথে আসতে হবে। এ বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ইতোমধ্যে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন এবং শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছেন।
সেই সঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গেও ফোনে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইসরায়েলি বিমান হামলার পেছনের কারণ এবং পরবর্তী পরিস্থিতি সম্পর্কে মোদীকে অবহিত করেন নেতানিয়াহু। পশ্চিম এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার প্রয়োজনীয়তার বিষয়ে নেতানিয়াহুকে বার্তা দিয়েছেন মোদী এবং দুই দেশের মধ্যে ভবিষ্যত যোগাযোগ অব্যাহত রাখার কথাও জানান।
নয়াদিল্লির পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে— তারা এসসিও-র বিবৃতি প্রণয়নের আলোচনায় অংশ নেয়নি, এবং সদস্য রাষ্ট্রগুলোকেও এ বিষয়ে ভারতের অবস্থান জানিয়ে দেওয়া হয়েছে। পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতিতে ভারতের এই কৌশলগত দূরত্ব ও ভারসাম্যপূর্ণ অবস্থান আন্তর্জাতিক মহলের নজর কেড়েছে।