সৌদি আরবে অ্যালকোহল নীতিতে কি শিথিলতা আসছে?
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৫ মে ২০২৫, ০৪:৫১ PM , আপডেট: ২৬ মে ২০২৫, ১১:৪৯ AM
ফিফা বিশ্বকাপ ২০৩৪ এবং এক্সপো ২০৩০-এর আগে আরও বেশি পর্যটক টানতে সৌদি আরব বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, এসব পরিকল্পনার অংশ হিসেবে দেশটি ২০২৬ সালের মধ্যে প্রায় ৬০০টি পর্যটন এলাকায় অ্যালকোহল নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করতে পারে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান এবং তুরস্কভিত্তিক তুর্কি টুডে ২৪ মে প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, অতি-রক্ষণশীল সৌদি আরব নির্দিষ্ট কিছু অঞ্চলে—যেমন বিলাসবহুল রিসোর্ট, পাঁচ তারকা হোটেল এবং বিদেশিদের উপযোগী আবাসিক এলাকায়—লাইসেন্সের আওতায় ওয়াইন, বিয়ার ও সাইডার বিক্রির অনুমতি দিতে পারে।
তবে এই অনুমতি জনসাধারণের জন্য উন্মুক্ত স্থান, ব্যক্তিগত বাসা, দোকান কিংবা ফ্যান জোনে প্রযোজ্য হবে না। এসব স্থানে অ্যালকোহল নিষিদ্ধই থাকবে এবং নতুন নীতিমালায় স্পিরিট ধরনের পানীয় একেবারে নিষিদ্ধ রাখা হবে বলে জানা গেছে।
এই উদ্যোগকে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ‘ভিশন ২০৩০’-এর অংশ হিসেবে দেখা হচ্ছে, যার লক্ষ্য হলো দেশটির আন্তর্জাতিক পর্যটন বাড়ানো, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং ‘অ্যালকোহলমুক্ত’ দেশের চেহারা থেকে কিছুটা সরে আসা।
দ্য সানের প্রতিবেদনে বলা হয়েছে, নিওম, সিন্দালাহ দ্বীপ এবং লোহিত সাগর প্রকল্পের মতো আধুনিক পর্যটন অঞ্চলে সীমিতভাবে এবং কঠোর নিয়ন্ত্রণের মধ্য দিয়ে অ্যালকোহল বিক্রির পরিকল্পনা করছে সৌদি আরব। এর লক্ষ্য হলো সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের মতো উপসাগরীয় দেশগুলোর সঙ্গে পর্যটন খাতে প্রতিযোগিতা করা।
যদিও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, তবে সম্ভাব্য এই ব্যবস্থা চালু হলে তা কঠোর বিধিনিষেধের আওতায় থাকবে। এতে প্রশিক্ষিত কর্মীবাহিনী নিয়োজিত থাকবে, অপব্যবহার ঠেকাতে নীতিমালা প্রণয়ন করা হবে এবং একই সঙ্গে দেশের ইসলামি মূল্যবোধ সুরক্ষার দিকেও গুরুত্ব দেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে।