ফিলিস্তিন ইস্যুতে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অর্থ সহায়তা স্থগিত ট্রাম্প প্রশাসনের

গাজায় ইহুদী বাহিনীর গণহত্যার প্রতিবাদে গত বছর বিক্ষোভ হয় যুক্তরাষ্ট্রে
গাজায় ইহুদী বাহিনীর গণহত্যার প্রতিবাদে গত বছর বিক্ষোভ হয় যুক্তরাষ্ট্রে  © ইন্টারনেট

গাজায় ইহুদী বাহিনীর গণহত্যার প্রতিবাদে গত বছর বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীদের তালিকা না দেওয়ায় যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের দুই বিলিয়নের অধিক অর্থ সহায়তা স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। শুক্রবার (১১ এপ্রিল) হোয়াইট হাউজ থেকে পাঠানো বিশ্ববিদ্যালয়ের ইসরাইলবিরোধী শিক্ষার্থীদের তালিকা চেয়ে চিঠি প্রত্যাখ্যান করার কয়েক ঘন্টার মধ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ট্রাম্প প্রশাসনের শুক্রবারের চিঠিতে বলা হয়, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে ইহুদী বিদ্বেষের বিরুদ্ধে লড়াই করতে হবে। ইহুদী বিদ্বেষ ছড়ানো শিক্ষার্থীর বিস্তারিত তথ্য সরকারের কাছে দিতে হবে। এর বিরুদ্ধে লড়াই করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পরিবর্তন, নিয়োগ পদ্ধতির পরিবর্তন ও ভর্তি পদ্ধতির পরিবর্তনসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের দৃঢ়ভাবে ট্রাম্প প্রশাসনের চিঠি প্রত্যাখ্যান করেছে। বিশ্ববিদ্যালয়ের সভাপতি অ্যালান গারবার বলেন, বিশ্ববিদ্যালয় তার স্বাধীনতা সরকারের কাছে সমর্পন করবে না বা তার সাংবিধানিক অধিকার ত্যাগ করবে না। সরকারের অনুরোধ স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে হার্ভার্ডের মূল্যবোধকে হুমকির মুখে ফেলেছে।

আরো পড়ুন: ‘চিকিৎসকের অবহেলায়’ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ

তিনি আরও বলেন, ‘ইহুদী বিদ্বেষে বিষয়টিতে সরকার সীমার অতিরিক্ত প্রতিক্রিয়া প্রদর্শন করছে। হার্ভার্ড ইহুদী বিদ্বেষ বিরুদ্ধে লড়াইয়ের বিষয়টি হালকাভাবে নেয়নি। এ বিষয়ে ট্রাম্প প্রশাসনের নির্দেশনা যুক্তরাষ্ট্রীয় সরকারের ক্ষমতার বাইরে।’

হোয়াইট হাউজের ভাষ্যমতে, সাম্প্রতিক বছরগুলোয় হার্ভার্ড বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্রের সরকারের বিনিয়োগ নায্যতা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। হার্ভার্ড বুদ্ধিবৃত্তিক ও নাগরিক অধিকারের শর্তসমূহ মেনে চলতে পারেনি।

উল্লেখ্য, গত মার্চে হোয়াইট হাউজের বিবৃতিতে বলা হয়, রাষ্ট্রপতি ট্রাম্প ইহুদী বিদ্বেষ দমন ও বৈচিত্র্য প্রথা বন্ধ করার জন্য বিশ্ববিদ্যালয়গুলোর ওপর চাপ সৃষ্টি করছেন। এর অংশ হিসেবে হার্ভার্ড ফেডারেল চুক্তি ও বহু বছরের আট বিলিয়ন ডলারের অর্থ অনুদান প্রতিশ্রুতি পর্যালোচনা করছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence