বদর দিবসে গাজায় ইসরায়েলি হামলা, নিহত বেড়ে ৩৪২

গাজায় ইসরায়েলি বিমান হামলা
গাজায় ইসরায়েলি বিমান হামলা  © সংগৃহীত

ঐতিহাসিক বদর দিবস আজ। প্রায় দেড় হাজার বছর আগে হিজরির দ্বিতীয় সনের ১৭ রমজান মদিনা থেকে প্রায় ৭০ মাইল দূরে বদর প্রান্তরে সংঘটিত হয়েছিল বিশ্বাসী ও অবিশ্বাসীদের লড়াই ‘বদরযুদ্ধ’। আজকের এই দিনটিতেই ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল।

এ হামলায় নিহতের সংখ্যা হু হু করে বাড়ছে। সবশেষ ৩৪২ জনের নিহতের খবর পাওয়া গেছে। এদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। নিহতদের মধ্যে গাজার উত্তরাঞ্চলের ১৫৪ জন রয়েছেন। গাজার মেডিকেল সূত্রের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আলজাজিরা। 

মেডিকেল সূত্রগুলো বলেছে, গাজাজুড়ে ইসরাইলি বিমান হামলায় কমপক্ষে ৩৪২ জন নিহত হয়েছে।  নিহতদের মধ্যে গাজার উত্তরাঞ্চলের ১৫৪ জন রয়েছেন। 

এর আগে গাজার সরকারি মিডিয়া অফিসের বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছিল, গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় ২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। 

আলজাজিরার সরাসরি সম্প্রচারিত আপডেটে জানিয়েছে, গাজা উপত্যকা জুড়ে ইসরাইলি বিমান হামলায় অনেকের আহত হওয়ার খবর পাওয়া গেছে। চলতি বছরের ১৯ জানুয়ারি হামাসের সঙ্গে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে গাজায় এটিই ইসরাইলের সবচেয়ে বড় হামলা।

এদিকে আলজাজিরা আরবির সংবাদদাতা জানিয়েছেন, গাজা উপত্যকার উত্তরে অবস্থিত গাজা সিটিতে ইসরাইলি বিমান হামলার ফলে কমপক্ষে ২০ জন নিহত এবং আরও ৫০ জনেরও বেশি লোক আহত হয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গাজার মধ্যাঞ্চলের আল-দারাজ পাড়া শহরে বাস্তুচ্যুতদের আশ্রয়স্থল আল-তাবি'ইন স্কুলে ইসরাইলি যুদ্ধবিমান ও বোমা হামলায় কমপক্ষে পাঁচজন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন।

এছাড়াও দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিসের পশ্চিমে মাওয়াসি এলাকায় তাঁবুতে আশ্রয় নেওয়া মানুষদের ওপর ইসরাইলি হামলায় বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence